Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Scorpio Love Life: কোন কোন রাশির সঙ্গে প্রেম জমবে বৃশ্চিক রাশির জাতকদের?

Love Horoscope: রাশিচিহ্নের মধ্যে অন্যতম হল বৃশ্চিক। প্রতিটা রাশির মতো এই রাশিরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই রাশির জাতকেরা অত্যন্ত আবেগপ্রবণ হয়।

| Edited By: | Updated on: Jun 23, 2022 | 1:25 PM
রাশিচিহ্নের মধ্যে অন্যতম হল বৃশ্চিক। প্রতিটা রাশির মতো এই রাশিরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই রাশির জাতকেরা অত্যন্ত আবেগপ্রবণ হয়। এঁদের প্রেম জীবনও বেশ কঠিন। সহজে এঁরা কারও প্রেমে পড়ে না। আর কাউকে ভালবাসলেও সেখানে বেশির ভাগ ভুল বোঝাবুঝি হয়। এঁদের পক্ষে জীবনসঙ্গী খোঁজা সত্যি একটু কঠিন।

রাশিচিহ্নের মধ্যে অন্যতম হল বৃশ্চিক। প্রতিটা রাশির মতো এই রাশিরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে, এই রাশির জাতকেরা অত্যন্ত আবেগপ্রবণ হয়। এঁদের প্রেম জীবনও বেশ কঠিন। সহজে এঁরা কারও প্রেমে পড়ে না। আর কাউকে ভালবাসলেও সেখানে বেশির ভাগ ভুল বোঝাবুঝি হয়। এঁদের পক্ষে জীবনসঙ্গী খোঁজা সত্যি একটু কঠিন।

1 / 6
বৃশ্চিক ও বৃষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে না সহজে। কিন্তু একবার এঁদের জোড় তৈরি হলে সেটা ভাঙে না। এই দুই রাশি একদম বিপরীত মেরুর মানুষ হলেও এঁদের মধ্যে ভাল কেমিস্ট্রি তৈরি হয়। এঁদের মধ্যে ভাল যৌন সম্পর্ক গড়ে ওঠে।

বৃশ্চিক ও বৃষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে না সহজে। কিন্তু একবার এঁদের জোড় তৈরি হলে সেটা ভাঙে না। এই দুই রাশি একদম বিপরীত মেরুর মানুষ হলেও এঁদের মধ্যে ভাল কেমিস্ট্রি তৈরি হয়। এঁদের মধ্যে ভাল যৌন সম্পর্ক গড়ে ওঠে।

2 / 6
বৃশ্চিক রাশির জাতকেরা সহজেই কন্যা রাশির উপর প্রেমে পড়ে। এঁদের মধ্যে সহজেই সম্পর্ক গড়ে ওঠে এবং সেই প্রেম বেশ সুদৃঢ় হয়। এঁদের দুজনের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা হলেও এঁরা দাম্পত্য জীবন জোরালো হয়।

বৃশ্চিক রাশির জাতকেরা সহজেই কন্যা রাশির উপর প্রেমে পড়ে। এঁদের মধ্যে সহজেই সম্পর্ক গড়ে ওঠে এবং সেই প্রেম বেশ সুদৃঢ় হয়। এঁদের দুজনের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা হলেও এঁরা দাম্পত্য জীবন জোরালো হয়।

3 / 6
স্বভাবের দিক দিয়ে কর্কট রাশির জাতক/জাতিকারা একটু পজেসিভ হয় পার্টনারের প্রতি। এই একই গুণ রয়েছে বৃশ্চিক রাশির মধ্যেও। এই কারণে এই দুই রাশির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহজেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক ও কর্কট রাশির জুটিকে সেরা বলে মনে করা হয়।

স্বভাবের দিক দিয়ে কর্কট রাশির জাতক/জাতিকারা একটু পজেসিভ হয় পার্টনারের প্রতি। এই একই গুণ রয়েছে বৃশ্চিক রাশির মধ্যেও। এই কারণে এই দুই রাশির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহজেই। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃশ্চিক ও কর্কট রাশির জুটিকে সেরা বলে মনে করা হয়।

4 / 6
আবেগ ও অনুভূতির দিকে দিয়ে বিচার করলে বৃশ্চিক রাশির সেরা পার্টনার হল মকর রাশির জাতক/ জাতিকা। কিন্তু সমস্যা হল এঁদের জুটি কখনওই দীর্ঘস্থায়ী হয় না। এঁদের মধ্যে সব সময় একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়।

আবেগ ও অনুভূতির দিকে দিয়ে বিচার করলে বৃশ্চিক রাশির সেরা পার্টনার হল মকর রাশির জাতক/ জাতিকা। কিন্তু সমস্যা হল এঁদের জুটি কখনওই দীর্ঘস্থায়ী হয় না। এঁদের মধ্যে সব সময় একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়।

5 / 6
গভীর ভালবাসা দেখা যায় বৃশ্চিক ও মীন রাশির জাতক/ জাতিকাদের মধ্যে। এই দুই রাশির স্বভাবগত ভাবে একে-অপরের উপর অত্যন্ত পজেসিভ। এই কারণেই এঁরা একসঙ্গে থাকতে ভালবাসে।

গভীর ভালবাসা দেখা যায় বৃশ্চিক ও মীন রাশির জাতক/ জাতিকাদের মধ্যে। এই দুই রাশির স্বভাবগত ভাবে একে-অপরের উপর অত্যন্ত পজেসিভ। এই কারণেই এঁরা একসঙ্গে থাকতে ভালবাসে।

6 / 6
Follow Us: