Sai Pallavi Fashion: লাভ-স্টোরি খ্যাত নায়িকা সাই পল্লবীর ফ্যাশানে জিন্স এবং সারল্য পূর্ণতা আনে! দেখে নিন লুকগুলি…

লাভ স্টোরির নায়িকা সাই পল্লবী একাধিকবার ডেনিম আরামদায়ক জিন্সে নজর কেড়েছেন। একনজরে দেখে নিন লুকগুলি...

| Edited By: | Updated on: Nov 12, 2021 | 7:26 PM
সাই পল্লবীর সারল্য:
তাঁর সারল্য আর হাসিতে দেশজুড়ে ভক্তরা প্রেমে হাবুডুবু খায় ইতিমধ্যেই।

সাই পল্লবীর সারল্য: তাঁর সারল্য আর হাসিতে দেশজুড়ে ভক্তরা প্রেমে হাবুডুবু খায় ইতিমধ্যেই।

1 / 5
সামঞ্জস্যপূর্ণ পোশাকে মন মাতান তিনি:
ফ্যাশানের বিষয়ে ভীষণই ট্রেন্ডি অভিনেত্রী। এবং তাঁর ডেনিম লুক মন কাড়ে সর্বত্র।

সামঞ্জস্যপূর্ণ পোশাকে মন মাতান তিনি: ফ্যাশানের বিষয়ে ভীষণই ট্রেন্ডি অভিনেত্রী। এবং তাঁর ডেনিম লুক মন কাড়ে সর্বত্র।

2 / 5
অভিনেত্রীর গো-টু ফ্যাশান:
বিভিন্ন সময়ে একটা ডেনিম জিন্স আর সঙ্গে কটন টপই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

অভিনেত্রীর গো-টু ফ্যাশান: বিভিন্ন সময়ে একটা ডেনিম জিন্স আর সঙ্গে কটন টপই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

3 / 5
ফেডেড ডেনিম:
লাভ স্টোরি সিনেমার প্রমোশনে গিয়ে কো-স্টার নাগা চৈতন্যের সঙ্গে দেখা যায় তাঁকে। একটি ফেডেড জিন্স পরেছিলেন অভিনেত্রী।

ফেডেড ডেনিম: লাভ স্টোরি সিনেমার প্রমোশনে গিয়ে কো-স্টার নাগা চৈতন্যের সঙ্গে দেখা যায় তাঁকে। একটি ফেডেড জিন্স পরেছিলেন অভিনেত্রী।

4 / 5
উবের কুল:
শীতকালে ক্যাসুয়াল লুকে বেশ কুল দেখাচ্ছে অভিনেত্রীকে। যেখানে অভিনেত্রী একটা বেসিক লাল শার্ট, কালো জ্যাকেট আর একটা সাধারণ জিন্সেই নিজেকে পরিবেশন করেছেন।

উবের কুল: শীতকালে ক্যাসুয়াল লুকে বেশ কুল দেখাচ্ছে অভিনেত্রীকে। যেখানে অভিনেত্রী একটা বেসিক লাল শার্ট, কালো জ্যাকেট আর একটা সাধারণ জিন্সেই নিজেকে পরিবেশন করেছেন।

5 / 5
Follow Us: