Mahashivratri 2024: সাবধান! শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সময় এই নিয়ম না মানলে রুদ্ররূপ ধারণ করেন ভোলেনাথ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 06, 2024 | 2:26 PM

Lord Shiva: ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উত্‍সব পালন করা হয়। এবছর ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম অনুসারে, মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই বিশেষ দিনেই। তাই ভোলেবাবাকে পুজো করার পাশাপাশি দেবী পার্বতীরও বিশেষ পুজো করা হয়ে থাকে। কথিত আছে, প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়, নৈবেদ্য অর্পণ করা হয়, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা হয়, তাহলে সারাজীবন শিবের আশীর্বাদে পরিপূর্ণ হতে পারেন। এছাড়া অল্পতেই তুষ্ট হন ভোলেবাবা।

1 / 9
মহাশিবরাত্রি হল শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি দিন। প্রথা অনুযায়ী, এদিন সকাল থেকে উপবাস পালন করে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। তারপর পুজো দিয়ে উপবাস ভঙ্গ করেন।

মহাশিবরাত্রি হল শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি দিন। প্রথা অনুযায়ী, এদিন সকাল থেকে উপবাস পালন করে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। তারপর পুজো দিয়ে উপবাস ভঙ্গ করেন।

2 / 9
এদিন তারকেশ্বর-সহ বাংলার বিভিন্ন শিবমন্দিরে শিবভক্তদের ভিড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢেলে মন্দিরে মন্দিরে চলে চরম ব্যস্ততা। শিবরাত্রির উপবাস সত্যিই কঠোর উপোস। রয়েছে বেশ কিছু নিয়ম, যা না মানলে রুষ্ট হতে পারেন মহাদেব। তাতে ভক্তরা জীবনে নানা সমস্যায় জর্জিরত হয়ে পড়েন।

এদিন তারকেশ্বর-সহ বাংলার বিভিন্ন শিবমন্দিরে শিবভক্তদের ভিড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢেলে মন্দিরে মন্দিরে চলে চরম ব্যস্ততা। শিবরাত্রির উপবাস সত্যিই কঠোর উপোস। রয়েছে বেশ কিছু নিয়ম, যা না মানলে রুষ্ট হতে পারেন মহাদেব। তাতে ভক্তরা জীবনে নানা সমস্যায় জর্জিরত হয়ে পড়েন।

3 / 9
কথিত আছে, প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়, নৈবেদ্য অর্পণ করা হয়, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা হয়, তাহলে সারাজীবন শিবের আশীর্বাদে পরিপূর্ণ হতে পারেন। এছাড়া অল্পতেই তুষ্ট হন ভোলেবাবা। ভোলেনাথের পুজোর সাগ্রীও বেশ সামান্য। দুধ, জল ও বেলপাতা। মহাশিবরাত্রির দিন শিবকে দুধ বা জল দিয়ে অভিষেক করলে পুন্যলাভ করা সম্ভব হয়।

কথিত আছে, প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়, নৈবেদ্য অর্পণ করা হয়, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা হয়, তাহলে সারাজীবন শিবের আশীর্বাদে পরিপূর্ণ হতে পারেন। এছাড়া অল্পতেই তুষ্ট হন ভোলেবাবা। ভোলেনাথের পুজোর সাগ্রীও বেশ সামান্য। দুধ, জল ও বেলপাতা। মহাশিবরাত্রির দিন শিবকে দুধ বা জল দিয়ে অভিষেক করলে পুন্যলাভ করা সম্ভব হয়।

4 / 9
ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উত্‍সব পালন করা হয়। এবছর ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম অনুসারে, মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই বিশেষ দিনেই। তাই ভোলেবাবাকে পুজো করার পাশাপাশি দেবী পার্বতীরও বিশেষ পুজো করা হয়ে থাকে।

ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই উত্‍সব পালন করা হয়। এবছর ৮ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম অনুসারে, মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই বিশেষ দিনেই। তাই ভোলেবাবাকে পুজো করার পাশাপাশি দেবী পার্বতীরও বিশেষ পুজো করা হয়ে থাকে।

5 / 9
মহাদেবকে দুধ ও মধু দিলে অত্যন্ত প্রসন্ন হন। জল ও বেলপাতা নিবেদন করা আবশ্যিক। শুধু তাই নয়, এই বিশেষ দিনে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করাও বেশ কয়েকটি নিয়ম রয়েছে। শাস্ত্রমতে, বিল্বপত্র নিবেদন করার সময় ভুল করলে তার মাসুল গুণতে হয় ভক্তদেরকেই। তাই অজান্তে বা ভুলবশত শিবলিঙ্গে কীভাবে বেলপাতা নিবেদন করবেন, কখন ও কেমন পাতা অর্পণ করবেন, তা জানা জরুরি।

মহাদেবকে দুধ ও মধু দিলে অত্যন্ত প্রসন্ন হন। জল ও বেলপাতা নিবেদন করা আবশ্যিক। শুধু তাই নয়, এই বিশেষ দিনে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করাও বেশ কয়েকটি নিয়ম রয়েছে। শাস্ত্রমতে, বিল্বপত্র নিবেদন করার সময় ভুল করলে তার মাসুল গুণতে হয় ভক্তদেরকেই। তাই অজান্তে বা ভুলবশত শিবলিঙ্গে কীভাবে বেলপাতা নিবেদন করবেন, কখন ও কেমন পাতা অর্পণ করবেন, তা জানা জরুরি।

6 / 9
স্কন্দপুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর ঘাম থেকেই জন্ম হয় বেল গাছের। পৌরাণিক কাহিনি অনুযায়ী, একবার পার্বতীর কপালে ঘাম জমলে মন্দার পাহাড়ে সেই ঘামের ফোঁটা পড়ে যায়। আর সেই ঘাম মাটি স্পর্শ করতেই বেল গাছের জন্ম নেয়। সেই কারণেই শিববন্দনার অন্যতম উপকরণ হল বেলপাতা। কথিত আছে যে বেল পত্রের গাছে পাঁচ দেবী বাস করেন। গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী ও দেবী গৌরী । এই পাতা তিনটি একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বলে মনে করা হয়।

স্কন্দপুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর ঘাম থেকেই জন্ম হয় বেল গাছের। পৌরাণিক কাহিনি অনুযায়ী, একবার পার্বতীর কপালে ঘাম জমলে মন্দার পাহাড়ে সেই ঘামের ফোঁটা পড়ে যায়। আর সেই ঘাম মাটি স্পর্শ করতেই বেল গাছের জন্ম নেয়। সেই কারণেই শিববন্দনার অন্যতম উপকরণ হল বেলপাতা। কথিত আছে যে বেল পত্রের গাছে পাঁচ দেবী বাস করেন। গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী ও দেবী গৌরী । এই পাতা তিনটি একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বলে মনে করা হয়।

7 / 9
তবে অবশ্যই মনে রাখবেন যে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা তিথি, সংক্রান্তি ও সোমবার এই দিনগুলিয় বেলপাতা ভাঙা উচিত নয়। এই তিথিতে ভাঙা বেল পাতা শিবের মাথায় নিবেদন করবেন না, একেবারেই। বেলপত্র  যদি ভাঙতেই হয়, তাহলে নিবেদন করতে হলে বেলপত্র ভেঙে এক দিন আগে রাখতে হবে। বেলপাত্র কাটার সময় অবশ্যই শিবনাম জপতে হবে। বেলপত্র তোলার সময় মনে রাখবেন ডালপালা যেন ভেঙ্গে ফেলবেন না।  শুধু বেলপাতার পাতা তুলুন।

তবে অবশ্যই মনে রাখবেন যে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা তিথি, সংক্রান্তি ও সোমবার এই দিনগুলিয় বেলপাতা ভাঙা উচিত নয়। এই তিথিতে ভাঙা বেল পাতা শিবের মাথায় নিবেদন করবেন না, একেবারেই। বেলপত্র যদি ভাঙতেই হয়, তাহলে নিবেদন করতে হলে বেলপত্র ভেঙে এক দিন আগে রাখতে হবে। বেলপাত্র কাটার সময় অবশ্যই শিবনাম জপতে হবে। বেলপত্র তোলার সময় মনে রাখবেন ডালপালা যেন ভেঙ্গে ফেলবেন না। শুধু বেলপাতার পাতা তুলুন।

8 / 9
মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতা থাকতে হবে ও তাতে যেন কোনও রকম দাগ না থাকে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করার সময় মনে রাখবেন বেলপত্র যেন কোথাও ছিঁড়ে না যায়। পূর্ণ বেলপত্র সর্বদা শিবলিঙ্গে নিবেদন করা হয়।

মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতা থাকতে হবে ও তাতে যেন কোনও রকম দাগ না থাকে। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করার সময় মনে রাখবেন বেলপত্র যেন কোথাও ছিঁড়ে না যায়। পূর্ণ বেলপত্র সর্বদা শিবলিঙ্গে নিবেদন করা হয়।

9 / 9
এদিন বেলপত্র নিবেদন করার সময় শিবলিঙ্গে বেলপত্রের মসৃণ দিকটিই রাখা উচিত। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় মনে রাখবেন যে বেলপত্র শুধুমাত্র ১১ বা ২১ টি নিবেদন করা উচিত। আর এদিন বেলপত্র না থাকলে শিবলিঙ্গে দেওয়া বেলপত্র ধুয়ে আবার নিবেদন করতে পারেন।

এদিন বেলপত্র নিবেদন করার সময় শিবলিঙ্গে বেলপত্রের মসৃণ দিকটিই রাখা উচিত। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করার সময় মনে রাখবেন যে বেলপত্র শুধুমাত্র ১১ বা ২১ টি নিবেদন করা উচিত। আর এদিন বেলপত্র না থাকলে শিবলিঙ্গে দেওয়া বেলপত্র ধুয়ে আবার নিবেদন করতে পারেন।

Next Photo Gallery