Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahendra Singh Dhoni: মুরগি বিক্রি করেন ধোনি, কামান কোটি কোটি টাকা, কীভাবে জানেন?

MSD Earning: দেশের প্রাক্তন অধিনায়কের এক বিশেষ ব্যবসা রয়েছে। বিশাল পোলট্রি ফার্ম রয়েছে তাঁর। সেখানে এমনি মুরগি নয়, এক ধরনের বিশেষ মুরগি প্রতিপালন করা হয়।

| Updated on: Jul 08, 2024 | 1:45 PM
ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল অধ্যায় নিয়ে আলোচনা করলে, একটা নাম ঘুরে ফিরে আসবেই। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল অধ্যায় নিয়ে আলোচনা করলে, একটা নাম ঘুরে ফিরে আসবেই। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি।

1 / 10
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি চেন্নাই সুপার কিংসেরও অধিনায়ক ছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি চেন্নাই সুপার কিংসেরও অধিনায়ক ছিলেন তিনি।

2 / 10
বর্তমানে ক্রিকেট থেকে অবসর নিলেও, তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তবে ক্রিকেট থেকে অবসর নিলেও, ধোনি কিন্তু বসে নেই। একাধিক ব্যবসা রয়েছে তাঁর। কীভাবে প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন ধোনি, জানেন?   

বর্তমানে ক্রিকেট থেকে অবসর নিলেও, তার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। তবে ক্রিকেট থেকে অবসর নিলেও, ধোনি কিন্তু বসে নেই। একাধিক ব্যবসা রয়েছে তাঁর। কীভাবে প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন ধোনি, জানেন?   

3 / 10
এক নয়, একাধিক ব্যবসা রয়েছে মাহির। ঝাড়খণ্ডের ভূমিপুত্র নিজের রাজ্যেই একাধিক ব্যবসার বিস্তার করেছেন। নামকরা পোশাক ব্রান্ড সেভেন-র মালিক ধোনি। এর বিজ্ঞাপনও করেন তিনি। বছরে প্রায় কোটি টাকা উপার্জন হয় শুধু এই ব্রান্ড থেকে। 

এক নয়, একাধিক ব্যবসা রয়েছে মাহির। ঝাড়খণ্ডের ভূমিপুত্র নিজের রাজ্যেই একাধিক ব্যবসার বিস্তার করেছেন। নামকরা পোশাক ব্রান্ড সেভেন-র মালিক ধোনি। এর বিজ্ঞাপনও করেন তিনি। বছরে প্রায় কোটি টাকা উপার্জন হয় শুধু এই ব্রান্ড থেকে। 

4 / 10
এছাড়া রাঁচিতে মাহি রেসিডেন্সি নামক একটি হোটেলও রয়েছে 'থালা'র। এয়ারবিএনবি, ওয়ো, মেক মাই ট্রিপ থেকে এই হোটেল বুক করা যায়।

এছাড়া রাঁচিতে মাহি রেসিডেন্সি নামক একটি হোটেলও রয়েছে 'থালা'র। এয়ারবিএনবি, ওয়ো, মেক মাই ট্রিপ থেকে এই হোটেল বুক করা যায়।

5 / 10
৭ ইঙ্ক ব্রুজেও বিপুল বিনিয়োগ করেছেন ধোনি। 

৭ ইঙ্ক ব্রুজেও বিপুল বিনিয়োগ করেছেন ধোনি। 

6 / 10
ফিটনেস নিয়ে ভীষণভাবে আগ্রহী ধোনি। সেই কারণে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাকিদেরও সুস্থ রাখতে বড় জিম খুলেছেন তিনি। ধোনি স্পোর্টসফিট নামক চেইনের অধীনে একাধিক জিম রয়েছে তাঁর। সারা দেশে ২০০টিরও বেশি জিম রয়েছে। 

ফিটনেস নিয়ে ভীষণভাবে আগ্রহী ধোনি। সেই কারণে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বাকিদেরও সুস্থ রাখতে বড় জিম খুলেছেন তিনি। ধোনি স্পোর্টসফিট নামক চেইনের অধীনে একাধিক জিম রয়েছে তাঁর। সারা দেশে ২০০টিরও বেশি জিম রয়েছে। 

7 / 10
তবে দেশের প্রাক্তন অধিনায়কের এক বিশেষ ব্যবসা রয়েছে। বিশাল পোলট্রি ফার্ম রয়েছে তাঁর। সেখানে এমনি মুরগি নয়, এক ধরনের বিশেষ মুরগি প্রতিপালন করা হয়।

তবে দেশের প্রাক্তন অধিনায়কের এক বিশেষ ব্যবসা রয়েছে। বিশাল পোলট্রি ফার্ম রয়েছে তাঁর। সেখানে এমনি মুরগি নয়, এক ধরনের বিশেষ মুরগি প্রতিপালন করা হয়।

8 / 10
এই মুরগি হল কড়কনাথ। বাকি মুরগির থেকে কড়কনাথ মুরগির দাম অনেকটা বেশি। এক একটা ডিমই বিক্রি হয় ৫০ টাকায়। কড়কনাথ মুরগির মাংসের দাম ১০০০ টাকা প্রতি কেজি।গোটা দেশেই দ্রুত বিস্তার করছে এই মুরগির ব্যবসা।   

এই মুরগি হল কড়কনাথ। বাকি মুরগির থেকে কড়কনাথ মুরগির দাম অনেকটা বেশি। এক একটা ডিমই বিক্রি হয় ৫০ টাকায়। কড়কনাথ মুরগির মাংসের দাম ১০০০ টাকা প্রতি কেজি।গোটা দেশেই দ্রুত বিস্তার করছে এই মুরগির ব্যবসা।   

9 / 10
এর এত দাম কারণ অনেক বেশি গুণ থাকে এই মুরগিতে। প্রোটিন ও ভিটামিন বেশি থাকে। অতিরিক্ত প্রোটিনের কারণেই এই মুরগির দেহ থেকে ডানা, পা-সবই কালো হয়। এমনকী এর ডিমও কালো রঙের হয়।  

এর এত দাম কারণ অনেক বেশি গুণ থাকে এই মুরগিতে। প্রোটিন ও ভিটামিন বেশি থাকে। অতিরিক্ত প্রোটিনের কারণেই এই মুরগির দেহ থেকে ডানা, পা-সবই কালো হয়। এমনকী এর ডিমও কালো রঙের হয়।  

10 / 10
Follow Us: