Manchester United: টানা দ্বিতীয় ম্যাচে হার রোনাল্ডোদের

ইংলিশ প্রিমিয়ার লিগে মরসুমের শুরুতেই বিপর্যয়। টানা দ্বিতীয় ম্যাচে হার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। দুটো হারই তথাকথিত ছোট দলের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ হার। এবার ব্রেন্টফোর্ডের কাছে বড় ব্যবধানে হার...

| Edited By: | Updated on: Aug 14, 2022 | 8:30 AM
ব্রেন্টফোর্ড গত মরসুমেই প্রিমিয়ার লিগে টপ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বড় দলগুলিকে যথেষ্ট বেগ দিয়েছিল তারা। (ছবি : টুইটার)

ব্রেন্টফোর্ড গত মরসুমেই প্রিমিয়ার লিগে টপ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বড় দলগুলিকে যথেষ্ট বেগ দিয়েছিল তারা। (ছবি : টুইটার)

1 / 5
এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারাল ব্রেন্টফোর্ড। তাদের ইতিহাসে ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রথম জয়। গোল করেন জশ দাসিলভা, মাতিয়াস জেনসেন, বেন মি, ব্রায়ান এমবিউমো। (ছবি : টুইটার)

এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারাল ব্রেন্টফোর্ড। তাদের ইতিহাসে ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রথম জয়। গোল করেন জশ দাসিলভা, মাতিয়াস জেনসেন, বেন মি, ব্রায়ান এমবিউমো। (ছবি : টুইটার)

2 / 5
শক্তিশালী একাদশ নামিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মার্কাস ব়্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ, জেডন স্যাঞ্চো। (ছবি : টুইটার)

শক্তিশালী একাদশ নামিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মার্কাস ব়্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ, জেডন স্যাঞ্চো। (ছবি : টুইটার)

3 / 5
রক্ষণেও অভিজ্ঞ এবং তারকা ফুটবলার লুক শ, লিজান্দ্রো মার্তিনেজ, হ্যারি ম্যাগুয়ের এবং দিয়োগো দালত। গোলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ডেভিড ডি হিয়া। (ছবি : টুইটার)

রক্ষণেও অভিজ্ঞ এবং তারকা ফুটবলার লুক শ, লিজান্দ্রো মার্তিনেজ, হ্যারি ম্যাগুয়ের এবং দিয়োগো দালত। গোলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ডেভিড ডি হিয়া। (ছবি : টুইটার)

4 / 5
শক্তিশালী দল নামিয়েও ৪ গোল হজম। ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই ৪ গোল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যান ইউ। দু ম্যাচেই হারে অসন্তোষ বাড়ছে ম্যান ইউ সমর্থকদের মধ্যে। (ছবি : টুইটার)

শক্তিশালী দল নামিয়েও ৪ গোল হজম। ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই ৪ গোল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যান ইউ। দু ম্যাচেই হারে অসন্তোষ বাড়ছে ম্যান ইউ সমর্থকদের মধ্যে। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: