Premier League: সিলভার জোড়া গোলে ম্যান সিটির বিজয়রথ অব্যাহত

ওয়াটফোর্ডের (Watford) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ৩-১ গোলে জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১৫ ম্যাচের ১১টিতে জয়, ২টিতে ড্র ও ২টিতে হেরে মোট ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন বের্নান্দো সিলভারা।

| Edited By: | Updated on: Dec 05, 2021 | 12:40 PM
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট  তখন ফিল ফডেনের পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখন ফিল ফডেনের পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

1 / 5
ম্যাচের ৩১ মিনিটে স্কোরলাইন ২-০ করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)।

ম্যাচের ৩১ মিনিটে স্কোরলাইন ২-০ করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)।

2 / 5
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে দেন সিলভা।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে দেন সিলভা।

3 / 5
ম্যাচের ৭৪ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে একখানা গোল শোধ করেন কুসো হের্নান্ডেজ (Cucho Hernandez)।

ম্যাচের ৭৪ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে একখানা গোল শোধ করেন কুসো হের্নান্ডেজ (Cucho Hernandez)।

4 / 5
ইপিএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

ইপিএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

5 / 5
Follow Us: