Premier League: সিলভার জোড়া গোলে ম্যান সিটির বিজয়রথ অব্যাহত
ওয়াটফোর্ডের (Watford) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ৩-১ গোলে জিতল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১৫ ম্যাচের ১১টিতে জয়, ২টিতে ড্র ও ২টিতে হেরে মোট ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন বের্নান্দো সিলভারা।
Most Read Stories