Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League: তুষারঝড়ের মধ্যেই জয় ম্যান সিটির

ইতিহাদ স্টেডিয়ামে তুষারঝড় ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) খেলা থামাতে পারল না। রবিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের (West Ham United) বিরুদ্ধে নেমেছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষ বেলায় এক গোল হজম করতে হয়েছে গ্যাব্রিয়েল জেসুসদের। ইপিএলে (EPL) জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের দু'নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ১৩ ম্যাচের ৯টিতে জয়, ২টিতে হার ও ২টিতে ড্র করে গুয়ার্দিওলাদের সংগ্রহ ২৯ পয়েন্ট।

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 3:22 PM
ম্যাচের ২২ মিনিটের মাথায় ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan) এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে।

ম্যাচের ২২ মিনিটের মাথায় ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan) এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে।

1 / 5
প্রথমার্ধে রীতিমতো তুষারপাত হয় ইতিহাদ স্টেডিয়ামে। ফলে এভাবেই চলেছে ম্যান সিটির মাঠ পরিস্কারের কাজ।

প্রথমার্ধে রীতিমতো তুষারপাত হয় ইতিহাদ স্টেডিয়ামে। ফলে এভাবেই চলেছে ম্যান সিটির মাঠ পরিস্কারের কাজ।

2 / 5
৮৭ মিনিটে রহিম স্টার্লিংয়ের পরিবর্তে নামেন ফের্নান্দিনো (Fernandino)। ৯০ মিনিটের মাথায় গুন্দোগানের পাস থেকে তিনি গোল করে দলকে ২-০ এগিয়ে দেন।

৮৭ মিনিটে রহিম স্টার্লিংয়ের পরিবর্তে নামেন ফের্নান্দিনো (Fernandino)। ৯০ মিনিটের মাথায় গুন্দোগানের পাস থেকে তিনি গোল করে দলকে ২-০ এগিয়ে দেন।

3 / 5
অতিরিক্ত সময়ে ওয়েস্ট হ্যামের হয়ে এক গোল শোধ করেন ম্যানুয়েল লানসিনি (Manuel Lanzini)।

অতিরিক্ত সময়ে ওয়েস্ট হ্যামের হয়ে এক গোল শোধ করেন ম্যানুয়েল লানসিনি (Manuel Lanzini)।

4 / 5
ইপিএলে (EPL) জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের দু'নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। গুয়ার্দিওলাদের সংগ্রহ ২৯ পয়েন্ট।

ইপিএলে (EPL) জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবলের দু'নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। গুয়ার্দিওলাদের সংগ্রহ ২৯ পয়েন্ট।

5 / 5
Follow Us: