AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gabriel Jesus: কোলে ফুটফুটে মেয়ে, পাশে সুন্দরী বান্ধবী… এক ছবিতেই পূর্ণ গ্যাব্রিয়েল জেসুস

ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের (Gabriel Jesus) বান্ধবী হলেন সুন্দরী রায়েনে লিমা (Raiane Lima)। ২৪ মে ব্রাজিলের তারকা ফুটবলারের প্রথম সন্তানের জন্ম হয়েছে। পিতৃ দিবসে মেয়েকে কোলে নিয়ে রায়েনের সঙ্গে ছবি শেয়ারও করেছেন জেসুস।

| Edited By: | Updated on: Jun 21, 2022 | 7:00 AM
Share
ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) গত বছর থেকে ডেট করছেন সুন্দরী রায়েনে লিমার সঙ্গে।

ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) গত বছর থেকে ডেট করছেন সুন্দরী রায়েনে লিমার সঙ্গে।

1 / 5
চলতি বছরের মে মাসে (২৪ মে) গ্যাব্রিয়েল জেসুস ও রায়েনে লিমার কন্যাসন্তানের জন্ম হয়।

চলতি বছরের মে মাসে (২৪ মে) গ্যাব্রিয়েল জেসুস ও রায়েনে লিমার কন্যাসন্তানের জন্ম হয়।

2 / 5
গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমা (Raiane Lima) হলেন ডিজিটাল ইনফ্লুয়েন্সার।

গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমা (Raiane Lima) হলেন ডিজিটাল ইনফ্লুয়েন্সার।

3 / 5
ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমার ২১তম জন্মদিনে জেসুস প্রকাশ্যে আনেন, যে তাঁদের বাড়িতে আসতে চলেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমার ২১তম জন্মদিনে জেসুস প্রকাশ্যে আনেন, যে তাঁদের বাড়িতে আসতে চলেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

4 / 5
ফাদার্স ডে-তে সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে রায়েনের সঙ্গে ইন্সটাগ্রামে ছবিও শেয়ার করেছেন জেসুস। যার ক্যাপশনে তিনি লেখেন, 'আমরা'।

ফাদার্স ডে-তে সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে রায়েনের সঙ্গে ইন্সটাগ্রামে ছবিও শেয়ার করেছেন জেসুস। যার ক্যাপশনে তিনি লেখেন, 'আমরা'।

5 / 5