Premier League: রোনাল্ডোর জোড়া গোল, আর্সেনালকে হারিয়ে দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 03, 2021 | 2:49 PM

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার গভীর রাতে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও আর্সেনাল (Arsenal)। ম্যাচের শুরুতে ম্যান ইউ পিছিয়ে পড়লেও টানটান ম্যাচে ৩-২ গোলে জিতেছে রেড ডেভিলসরা। এ দিন জোড়া গোল করেছেন সিআর সেভেন (CR7)। আর্সেনালের বিরুদ্ধে ঘরের মাঠে কেরিয়ারের ৮০০তম গোল করে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। ইপিএলে (EPL) পরপর দুই ম্যাচে হারার পর একটিতে ড্র করেছিলেন ব্রুনো ফের্নান্ডেজরা। অবশেষে ঘরের মাঠেই জয়ে ফিরল ম্যান ইউ। এই মুহূর্তে ১৪ ম্যাচের ৬টিতে জয়, ৩টিতে ড্র ও ৫টিতে হেরে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা। ম্যান ইউয়ের ঝুলিতে রয়েছে ২১ পয়েন্ট।

1 / 5
ইপিএলে (EPL) পরপর দুই ম্যাচে হারার পর একটিতে ড্র করেছিলেন ব্রুনো ফের্নান্ডেজরা। অবশেষে ঘরের মাঠেই জয়ে ফিরল ম্যান ইউ।

ইপিএলে (EPL) পরপর দুই ম্যাচে হারার পর একটিতে ড্র করেছিলেন ব্রুনো ফের্নান্ডেজরা। অবশেষে ঘরের মাঠেই জয়ে ফিরল ম্যান ইউ।

2 / 5
ম্যাচের ১৩ মিনিটে এমিলি স্মিথের  (Emile Smith Rowe) গোলে এগিয়ে যায় আর্সেনাল। এবং ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)।

ম্যাচের ১৩ মিনিটে এমিলি স্মিথের (Emile Smith Rowe) গোলে এগিয়ে যায় আর্সেনাল। এবং ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান মার্টিন ওডেগার্ড (Martin Odegaard)।

3 / 5
প্রথমার্ধের শেষে ৪৪ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)।

প্রথমার্ধের শেষে ৪৪ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)।

4 / 5
৫২ মিনিটে মার্কাস ব়্যাশফোর্ডের পাস থেকে রেড ডেভিলসদের এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

৫২ মিনিটে মার্কাস ব়্যাশফোর্ডের পাস থেকে রেড ডেভিলসদের এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

5 / 5
ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান সিআর সেভেন। পাশাপাশি এ দিন তিনি কেরিয়ারে ৮০০তম গোলও করে ফেলেছেন।

ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান সিআর সেভেন। পাশাপাশি এ দিন তিনি কেরিয়ারে ৮০০তম গোলও করে ফেলেছেন।

Next Photo Gallery