Europa League: লিভারপুলের কাছে ৭ গোলের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যান ইউ
Manchester United vs Real Betis: দিন কয়েক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ০-৭ হেরে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লজ্জার সেই হার রীতিমতো যন্ত্রণাবিদ্ধ করেছিল রেড ডেভিলসদের। এ বার সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল এরিক টেন হ্যাগের ছেলেরা। উয়েফা ইউরোপা লিগে (Europa League) রিয়াল বেতিসকে ৪-১ ব্যবধানে হারাল ম্যান ইউ।
Most Read Stories