Premier League: ফ্রেডের আত্মঘাতী গোলে ড্র রেডসদের
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও সাউদাম্পটন (Southampton)। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, নিজেদের দোষেই ৩ পয়েন্ট হাতছাড়া হল সোল্কজায়ারের দলের। সাউদাম্পটনের ঘরের মাঠে শেষমেশ ম্যাচের ফল ১-১।
Most Read Stories