Marcus Rashford-Lucia Loi: হলিউড ট্রিপে ছেলেবেলার বান্ধবী লুসিয়াকে প্রপোজ করলেন মার্কাস ব়্যাশফোর্ড
হলিউড (Hollywood) ট্রিপে ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে (Lucia Loi) নিয়ে গিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) তারকা ফুটবলার মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। ওই ট্রিপকে আরও রোম্যান্টিক করে তুললেন ম্যান ইউ তারকা। নয় বছর ধরে একে অপরকে চেনেন মার্কাস ও লুসিয়া। অবশেষে লুসিয়াকে হলিউড ট্রিপে প্রপোজ করলেন মার্কাস। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁদের বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন।