Marcus Rashford-Lucia Loi: হলিউড ট্রিপে ছেলেবেলার বান্ধবী লুসিয়াকে প্রপোজ করলেন মার্কাস ব়্যাশফোর্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 27, 2022 | 7:00 AM

হলিউড (Hollywood) ট্রিপে ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে (Lucia Loi) নিয়ে গিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) তারকা ফুটবলার মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। ওই ট্রিপকে আরও রোম্যান্টিক করে তুললেন ম্যান ইউ তারকা। নয় বছর ধরে একে অপরকে চেনেন মার্কাস ও লুসিয়া। অবশেষে লুসিয়াকে হলিউড ট্রিপে প্রপোজ করলেন মার্কাস। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁদের বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন।

1 / 4
স্কুলে পড়ার সময় থেকেই লুসিয়া ও মার্কাস একে অপরকে চেনেন।

স্কুলে পড়ার সময় থেকেই লুসিয়া ও মার্কাস একে অপরকে চেনেন।

2 / 4
নয় বছর ধরে একসঙ্গে থাকার পর গত বছরের মে মাসে তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। মহামারি ও লকডাউনের চাপেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে এই সম্পর্ক ফের জোড়া লাগে চলতি বছরের জানুয়ারি মাসে।

নয় বছর ধরে একসঙ্গে থাকার পর গত বছরের মে মাসে তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। মহামারি ও লকডাউনের চাপেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে এই সম্পর্ক ফের জোড়া লাগে চলতি বছরের জানুয়ারি মাসে।

3 / 4
হলিউড ট্রিপে গিয়ে ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে প্রপোজ করেছেন মার্কাস ব়্যাশফোর্ড।

হলিউড ট্রিপে গিয়ে ছেলেবেলার বান্ধবী লুসিয়া লোইকে প্রপোজ করেছেন মার্কাস ব়্যাশফোর্ড।

4 / 4
মার্কাসের বান্ধবী লুসিয়া অ্যাডভার্টাইজিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্টে স্নাতকে প্রথম শ্রেণিতে উত্তীর্ন হয়েছেন।

মার্কাসের বান্ধবী লুসিয়া অ্যাডভার্টাইজিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্টে স্নাতকে প্রথম শ্রেণিতে উত্তীর্ন হয়েছেন।

Next Photo Gallery