Marigold for Skin: বছর শেষে মুখের জেল্লা বাড়াতে চান? ছাদবাগানের গাঁদা ফুলেই সারুন ত্বকচর্চা

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 19, 2022 | 9:10 AM

DIY Facepacks: শীতের মরশুমে সহজেই গাঁদাফুল পাওয়া যায়। এই গাঁদা কিন্তু আপনি রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক...

1 / 6
শীত পড়া মানেই গাঁদা ফুলের মরশুম। বাজারে তো এই ফুল সহজেই পাওয়া যায়। পাশাপাশি এই মরশুমে বাড়ির ছাদবাগানেও ফুটে ওঠে গাঁদা। চাইলে সেই গাঁদা তুলে নিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়।

শীত পড়া মানেই গাঁদা ফুলের মরশুম। বাজারে তো এই ফুল সহজেই পাওয়া যায়। পাশাপাশি এই মরশুমে বাড়ির ছাদবাগানেও ফুটে ওঠে গাঁদা। চাইলে সেই গাঁদা তুলে নিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়।

2 / 6
গাঁদা ফুলের সুগন্ধ ও রূপে মুগ্ধ হন অনেকেই। এই ফুলের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। সুতরাং, ত্বকচর্চায় এই ফুল ব্যবহার করলে আপনি ত্বকে একাধিক সংক্রমণের ঝুঁকি কমিয়ে ফেলতে পারবেন।

গাঁদা ফুলের সুগন্ধ ও রূপে মুগ্ধ হন অনেকেই। এই ফুলের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। সুতরাং, ত্বকচর্চায় এই ফুল ব্যবহার করলে আপনি ত্বকে একাধিক সংক্রমণের ঝুঁকি কমিয়ে ফেলতে পারবেন।

3 / 6
গাঁদা ফুল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সুতরাং, ত্বকের যত্ন নিতে, ত্বকের বার্ধক্যকে দূরে রাখতে শীতে এই ফুলের জুড়ি মেলা ভার। কিন্তু রূপচর্চা গাঁদা ফুল ব্যবহার করবেন, কীভাবে? রইল ফেসপ্যাকের হদিশ।

গাঁদা ফুল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সুতরাং, ত্বকের যত্ন নিতে, ত্বকের বার্ধক্যকে দূরে রাখতে শীতে এই ফুলের জুড়ি মেলা ভার। কিন্তু রূপচর্চা গাঁদা ফুল ব্যবহার করবেন, কীভাবে? রইল ফেসপ্যাকের হদিশ।

4 / 6
একটা গাঁদা ফুল নিয়ে তার পাপড়িগুলো বেটে নিন। এতে এক চামচ দুধ এবং আধ চামচ মধু মিশিয়ে নিন। এটি মুখে উপর লাগান এবং ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে।

একটা গাঁদা ফুল নিয়ে তার পাপড়িগুলো বেটে নিন। এতে এক চামচ দুধ এবং আধ চামচ মধু মিশিয়ে নিন। এটি মুখে উপর লাগান এবং ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে।

5 / 6
গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক চা চামচ টক দই, আধ চা চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা বাড়বে।

গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক চা চামচ টক দই, আধ চা চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা বাড়বে।

6 / 6
বলিরেখা দূর করে গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক টেবিল চামচ বেসন ও এক চামচ দুধ মিশিয়ে নিন মুখে লাগান। এই ফেসপ্যাক সপ্তাহে তিনবার ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন। এতে শীতে ত্বকও ভাল থাকবে।

বলিরেখা দূর করে গাঁদা ফুলের পাপড়ি বাটার সঙ্গে এক টেবিল চামচ বেসন ও এক চামচ দুধ মিশিয়ে নিন মুখে লাগান। এই ফেসপ্যাক সপ্তাহে তিনবার ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন। এতে শীতে ত্বকও ভাল থাকবে।

Next Photo Gallery