Masoor Dal: দামি ফেসপ্যাকে ট্যান উঠছে না? হেঁশেলে মজুত এই ডালেই হবে দাগ জব্দ
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 27, 2022 | 3:00 PM
Skin Care: আগে প্রসাধনী পণ্যের বহুল ব্যবহার ছিল না। তখন মানুষ প্রাকৃতিক পণ্যের উপরই ভরসা রাখত। আর ফলই মিলত সেরকমই। এখনও রূপচর্চায় প্রাকৃতিক পণ্যের ব্যবহার শেষ হয়ে যায়নি। মা-দিদিমাদের টোটকায় ত্বকচর্চায় মুসুর ডালের জুরি মেলা ভার।
1 / 6
আগে প্রসাধনী পণ্যের বহুল ব্যবহার ছিল না। তখন মানুষ প্রাকৃতিক পণ্যের উপরই ভরসা রাখত। আর ফলই মিলত সেরকমই। এখনও রূপচর্চায় প্রাকৃতিক পণ্যের ব্যবহার শেষ হয়ে যায়নি। মা-দিদিমাদের টোটকায় ত্বকচর্চায় মুসুর ডালের জুরি মেলা ভার।
2 / 6
মুখের ট্যান দূর করা থেকে মুখের বাড়তি রোম কমানো বা ত্বক এক্সফোলিয়েট করতে ব্যবহার করতে পারেন মুসুর ডাল। রূপটানে রান্নাঘরের এই উপাদানের গুণ অনেক। শুধু আপনাকে জানতে হবে ব্যবহারের সহজ পদ্ধতি।
3 / 6
সবচেয়ে ভাল হয় যদি আপনি মুসুর ডালের স্ক্রাব ব্যবহার করেন। মুসুর ডাল ভাল করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। তারপর সকালে আরও একবার ধুয়ে পরিষ্কার শিল-নোড়া বা মিক্সিতে বেটে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে ত্বক এক্সফোলিয়েট করুন।
4 / 6
সান ট্যান দূর করার ক্ষেত্রেও মুসুর ডাল দারুণ কার্যকর। তিন টেবিল চামচ মুসুর ডাল বাটা নিন। তাতে মিশিয়ে নিন তিন টেবিল চামচ টক দই আর সমপরিমাণ বেসন। এটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
5 / 6
আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলেও ব্যবহার করতে পারেন মুসুর ডাল। এক টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো নিন। এতে মিশিয়ে নিন দুধ আর ২ চা চামচ নারকেল তেল। এটা ত্বক লাগিয়ে ভাল করে স্ক্রাব করুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
6 / 6
ত্বক থেকে কালো দাগ-ছোপ তুলতে চান? ব্রণ চলে গেলেও ব্রণর দাগ রয়ে গিয়েছে? এই ক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে মুসুর ডাল। মুসুর ডাল, টকদই, বেসন, হলুদ গুঁড়ো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।