AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIH Men’s Hockey World Cup 2023: ৪৭ বছরের অপেক্ষা, ঘরের মাঠে ‘চক দে’-র আশায় ভারতের হকি দল

১৯৭৫ সালে শেষবার হকি বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে। তারপর থেকে ট্রফি জেতা তো দূর, প্রথম তিনেই থাকতে পারেনি ভারত। ২০১৮ সালের পর ফের একবার ভারতে বসছে পুরুষদের হকি বিশ্বকাপের আসর। ১৩ জানুয়ারি থেকে ভুবনেশ্বর ও রাউরকেল্লায় ১৬টি দেশ মিলে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে।

| Edited By: | Updated on: Jan 04, 2023 | 10:24 AM
Share
২০১৮ সালের হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। অলিম্পিকের মঞ্চে একের পর এক সাফল্য অর্জন করলেও হকিতে বিশ্বসেরার মঞ্চে একটু পিছিয়েই রয়েছে ভারত। (ছবি:টুইটার)

২০১৮ সালের হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। অলিম্পিকের মঞ্চে একের পর এক সাফল্য অর্জন করলেও হকিতে বিশ্বসেরার মঞ্চে একটু পিছিয়েই রয়েছে ভারত। (ছবি:টুইটার)

1 / 8
ভারতের পুরো স্কোয়াড: পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (ক্যাপ্টেন), বরুণ কুমার, অমিত রুইদাস (সহ-অধিনায়ক), নিলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, সামশের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল, জুগরাজ সিং।(ছবি:টুইটার)

ভারতের পুরো স্কোয়াড: পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (ক্যাপ্টেন), বরুণ কুমার, অমিত রুইদাস (সহ-অধিনায়ক), নিলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, সামশের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল, জুগরাজ সিং।(ছবি:টুইটার)

2 / 8
৩৪ বছরের গোলরক্ষক পিআর শ্রীজেশ টোকিয়ো অলিম্পিকে ভারতের সাফল্যে অনবদ্য ভূমিকা নিয়েছিলেন। বিশ্বকাপেও তাঁর বিশ্বস্ত হাত ভারতীয়দের ভরসা। কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ তাঁর। টিমে তাঁর সঙ্গে দ্বিতীয় কিপার হিসেবে থাকছেন কৃষ্ণন বি পাঠক।(ছবি:টুইটার)

৩৪ বছরের গোলরক্ষক পিআর শ্রীজেশ টোকিয়ো অলিম্পিকে ভারতের সাফল্যে অনবদ্য ভূমিকা নিয়েছিলেন। বিশ্বকাপেও তাঁর বিশ্বস্ত হাত ভারতীয়দের ভরসা। কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ তাঁর। টিমে তাঁর সঙ্গে দ্বিতীয় কিপার হিসেবে থাকছেন কৃষ্ণন বি পাঠক।(ছবি:টুইটার)

3 / 8
হকি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত সিং। অলিম্পিকে ৪১ বছর পর পোডিয়াম ফিনিশ হয়েছে। ক্যাপ্টেন হরমনপ্রীত বলছেন, যত টুর্নামেন্টএগিয়ে আশছে ততই ভারতীয় দলের ড্রেসিংরুমে উত্তেজনা বাড়ছে। অলিম্পিকের পর ঘরের মাঠে বিশ্বকাপেও পোডিয়াম ফিনিশের আশায় তিনি। (ছবি:টুইটার)

হকি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত সিং। অলিম্পিকে ৪১ বছর পর পোডিয়াম ফিনিশ হয়েছে। ক্যাপ্টেন হরমনপ্রীত বলছেন, যত টুর্নামেন্টএগিয়ে আশছে ততই ভারতীয় দলের ড্রেসিংরুমে উত্তেজনা বাড়ছে। অলিম্পিকের পর ঘরের মাঠে বিশ্বকাপেও পোডিয়াম ফিনিশের আশায় তিনি। (ছবি:টুইটার)

4 / 8
পুল ডি-তে স্পেন, ইংল্যান্ড, ওয়েলসের মতো প্রতিদ্বন্দ্বীরা থাকলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। সুখজিৎ সিং, মনদীপ সিংরা বলছেন, প্রতিপক্ষ কঠিন হলেও ভারত সবরকম চ্যালেঞ্জের জন্য তৈরি।(ছবি:টুইটার)

পুল ডি-তে স্পেন, ইংল্যান্ড, ওয়েলসের মতো প্রতিদ্বন্দ্বীরা থাকলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। সুখজিৎ সিং, মনদীপ সিংরা বলছেন, প্রতিপক্ষ কঠিন হলেও ভারত সবরকম চ্যালেঞ্জের জন্য তৈরি।(ছবি:টুইটার)

5 / 8
২০১৯ সালে ভারতের পুরুষ হকি দলের দায়িত্ব নিয়েছিলেন গ্রাহাম রিড। তাঁর তত্ত্বাবধানে অলিম্পিক পদকের খরা কেটেছে। এ বার রিডের লক্ষ্য ভারতকে বিশ্বকাপ তুলে দেওয়া। ঘরের মাঠে প্রত্যাশার চাপ রয়েছে ঠিকই, তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যে  বিশ্বকাপ স্কোয়াড গড়া হয়েছে তাঁদের নিয়ে আশাবাদী তিনি। (ছবি:টুইটার)

২০১৯ সালে ভারতের পুরুষ হকি দলের দায়িত্ব নিয়েছিলেন গ্রাহাম রিড। তাঁর তত্ত্বাবধানে অলিম্পিক পদকের খরা কেটেছে। এ বার রিডের লক্ষ্য ভারতকে বিশ্বকাপ তুলে দেওয়া। ঘরের মাঠে প্রত্যাশার চাপ রয়েছে ঠিকই, তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যে বিশ্বকাপ স্কোয়াড গড়া হয়েছে তাঁদের নিয়ে আশাবাদী তিনি। (ছবি:টুইটার)

6 / 8
রক্ষণভাগে ক্যাপ্টেন হরমনপ্রীতের সঙ্গে অমিত, সুরেন্দ্র কুমার, বরুণ কুমার, সঞ্জীপ সাসারা থাকবেন। মাঝমাঠে থাকছেন মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, হার্দিক সিং, নীলকন্ঠ শর্মা, সমশের, আকাশদীপ সিংদের মতো অভিজ্ঞরা। (ছবি:টুইটার)

রক্ষণভাগে ক্যাপ্টেন হরমনপ্রীতের সঙ্গে অমিত, সুরেন্দ্র কুমার, বরুণ কুমার, সঞ্জীপ সাসারা থাকবেন। মাঝমাঠে থাকছেন মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, হার্দিক সিং, নীলকন্ঠ শর্মা, সমশের, আকাশদীপ সিংদের মতো অভিজ্ঞরা। (ছবি:টুইটার)

7 / 8
ঘরের মাঠে বিশ্বকাপকে কেন্দ্র করে তিলে তিলে প্রস্ততি নিয়েছে ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলেছে ভারত। হকি প্রো লিগকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখেছেন গ্রাহাম রিড। এ বার মাঠে নেমে সেরাটা উজাড় করে দেওয়ার পালা।(ছবি:টুইটার)

ঘরের মাঠে বিশ্বকাপকে কেন্দ্র করে তিলে তিলে প্রস্ততি নিয়েছে ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলেছে ভারত। হকি প্রো লিগকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখেছেন গ্রাহাম রিড। এ বার মাঠে নেমে সেরাটা উজাড় করে দেওয়ার পালা।(ছবি:টুইটার)

8 / 8