শাহরুখের স্ত্রী গৌরী খান। তবে আইপিএলের ম্যাচেই হোক বা সিনেমার প্রোমোশনে- শাহরুখের ছায়াসঙ্গী হিসাবে দেখা যায় অন্য এক নারীকে। কে তিনি?
বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তাঁর একার পক্ষে সমস্ত কাজ সামাল দেওয়া সম্ভব নয়। কবে কোন ইভেন্ট রয়েছে, কোথায় কোন সময়ে পৌঁছতে হবে, তার হিসাব রাখা বড় কঠিন।
আর এখানেই শাহরুখের ত্রাতা এই রহস্যময়ী নারী। তিনি আর কেউ নন, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।
বিগত ১০ বছর ধরে শাহরুখের সঙ্গে কাজ করছেন পূজা। পেশাগত জীবনের পাশাপাশি শাহরুখের ব্যক্তিগত জীবনও সামলান পূজা।
বলতে গেলে প্রায় ২৪ ঘণ্টাই শাহরুখের সঙ্গে থাকেন পূজা। এত সময় হয়তো শাহরুখ তাঁর স্ত্রী বা সন্তানের সঙ্গেও সময় কাটান না।
শাহরুখের সঙ্গে সর্বক্ষণ থাকা এবং তাঁর যাবতীয় কাজ সামলানোর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পান। জানা গিয়েছে, বছরে প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা পারিশ্রমিক পান।
পূজা দাদলানির মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি।
শুধু শাহরুখ নয়, গৌরী খানের সঙ্গেও পূজার সম্পর্ক ভাল। তিনি গৌরীর বিভিন্ন প্রজেক্টও সামলেছেন।
শাহরুখের স্ত্রী গৌরী খান একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি পূজা দাদলানির বাড়ির ডিজাইনও করেছেন।