Men’s Hockey World Cup 2023: হকি বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন রনবীর-দিশারা
Hockey World Cup: অপেক্ষার আর মাত্র ১ দিন। ১৩ জানুয়ারি শুরু হবে হকি বিশ্বকাপ। তার আগে ওড়িশার বরাবাটি স্টেডিয়ামে এ বারের হকি বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল। এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন বলিউড সুপারস্টার রনবীর সিং, দিশা পাটানি থেকে শুরু করে জনপ্রিয় গায়িকা নীতি মোহন।
Most Read Stories