ক্লাব কেরিয়ারে ৭০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। রবিবার পিএসজি বনাম মার্সেই ম্যাচের রাতটা স্মরণীয় হয়ে থাকল মেসির কাছে। (ছবি:টুইটার)
ম্যাচের ২৯ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেই ৭০০ গোলের মাইলস্টোনে প্রবেশ করেন লিও। মোট ৭০০টি গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল রয়েছে তাঁর। বাকি ২৮টি পিএসজির জার্সিতে। (ছবি:টুইটার)
একইসঙ্গে ধরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রবিবার রাতের আগে পর্যন্ত ক্লাব কেরিয়ারে একমাত্র ৭০০ গোলের অধিকারী ছিলেন রোনাল্ডো। সংখ্যাটি ৭০৯। এ বার তাঁর পাশেই বসলেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। (ছবি:টুইটার)
শুধু নিজে গোল করে, মাইলস্টোন গড়েই ক্ষান্ত থাকলেন না। মার্শেইয়ের বিরুদ্ধে বাকি এমবাপেকে দিয়েও গোল করালেন লিও। মেসির পাস থেকে এমবাপের দুটি গোলের প্রথমটি ২৫ মিনিটে ও পরেরটি ৫৫ মিনিটে।(ছবি:টুইটার)
মেসির মাইলস্টোন গড়ার দিনে জোড়া গোল করে পিএসজির হয়েও রেকর্ড গড়েছেন ২৪ বছরের এমবাপে। ক্লাবের হয়ে ২৪৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ২০০। যা ক্লাবের ইতিহাসে যুগ্ম সর্বাধিক গোল। পিএসজির হয়ে ৩০১টি ম্যাচে ২০০ গোল রয়েছে এডিনসন কাভানির। রবি রাতে তাঁকে ছুঁয়ে ফেলেছেন এমবাপে। (ছবি:টুইটার)
এমবাপের পাস থেকে মেসির গোল। মেসির পাস থেকে এমবাপের জোড়া গোল। মার্শেইর বিরুদ্ধে মেসি ও এমবাপের কেমিস্ট্রি দেখে খুশি ফুটবল সমর্থকরা। (ছবি:টুইটার)
পিএসজির ম্যাচ চলাকালীন কিংবদন্তি গ্যারি লিনেকার টুইটারে লেখেন, "মেসি সবে ৭০০তম ক্লাব গোল করলেন। ১৪ বছর ধরে প্রতি মরসুমে ৫০টা করে গোল করলে তবেই এই জায়গায় পৌঁছনো যায়। এটা পাগলামি ছাড়া আর কিছু নয়।"(ছবি:টুইটার)
এদিনের ম্যাচে ছিলেন না নেইমার। মেসি ও এমবাপের গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। (ছবি:টুইটার)