AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mini Gangasagar Mela: বড়দিনে গঙ্গাসাগর মেলা! ৫১ সতীপীঠ থেকে সাধুর সমাগম, কোথায় জানুন

| Edited By: | Updated on: Dec 27, 2022 | 3:56 PM
Share
গঙ্গাসাগার মেলা শুরু হতে এখনও দুসপ্তাহের দেরি। সাগর দ্বীপে এই মেলা শুরুর আগে থেকেই কলকাতারক বাবুঘাটে প্রচুর সাধুর সমাগম হয়। সাগরে মেলা শুরুর আগে বাবুঘাটে গঙ্গার ধারে মিনি গঙ্গাসাগর শুরুর কথা জানেন সকলেই। কিন্তু বড়দিনে গঙ্গাসাগরের মেলার কথা শুনেছেন কখনও?

গঙ্গাসাগার মেলা শুরু হতে এখনও দুসপ্তাহের দেরি। সাগর দ্বীপে এই মেলা শুরুর আগে থেকেই কলকাতারক বাবুঘাটে প্রচুর সাধুর সমাগম হয়। সাগরে মেলা শুরুর আগে বাবুঘাটে গঙ্গার ধারে মিনি গঙ্গাসাগর শুরুর কথা জানেন সকলেই। কিন্তু বড়দিনে গঙ্গাসাগরের মেলার কথা শুনেছেন কখনও?

1 / 6
বড় দিনে এ রাজ্যেই শুরু হয় মিনি গঙ্গাসাগর। হাওড়া জেলার লক্ষণপুর গ্রামে বসে সেই মেলার আসর।

বড় দিনে এ রাজ্যেই শুরু হয় মিনি গঙ্গাসাগর। হাওড়া জেলার লক্ষণপুর গ্রামে বসে সেই মেলার আসর।

2 / 6
সারা দেশের ৫১টি শক্তিপীঠ থেকে সাধুরা এসেছেন এই মেলায়। প্রায় ৫০০ সাধু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সেখানে। এখান থেকেই তাঁরা মকর সংক্রান্তিতে যোগ দেবেন গঙ্গাসাগর মেলায়।

সারা দেশের ৫১টি শক্তিপীঠ থেকে সাধুরা এসেছেন এই মেলায়। প্রায় ৫০০ সাধু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সেখানে। এখান থেকেই তাঁরা মকর সংক্রান্তিতে যোগ দেবেন গঙ্গাসাগর মেলায়।

3 / 6
২৫ ডিসেম্বর লক্ষণপুরে শুরু হয় সেই মেলা। প্রায় তিন দশক ধরে চলে আসছে এই মেলা। সেই মেলায় ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা। নাগাবাবারাও ভিড় জমান সেখানে।

২৫ ডিসেম্বর লক্ষণপুরে শুরু হয় সেই মেলা। প্রায় তিন দশক ধরে চলে আসছে এই মেলা। সেই মেলায় ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা। নাগাবাবারাও ভিড় জমান সেখানে।

4 / 6
লক্ষণপুরের মা তারা পুজো কমিটি এই মেলার আয়োজন করে এই মেলার। গঙ্গাসাগরের ধাঁচেই মেলায় থাকেন সাধুরা। এক সঙ্গে হয় রান্নাও। এ নিয়ে মা তারা মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সুবীর নস্কর অলোক নস্করের দাবি, "পশ্চিমবঙ্গের বৃহত্তম সাধু মেলা। এবারে  সাধু সমাগম আরও বেশি হয়েছে বলে মনে হচ্ছে। মন্দির কমিটির তরফ থেকে মাস্ক দেওয়া হচ্ছে সাধুদের।"

লক্ষণপুরের মা তারা পুজো কমিটি এই মেলার আয়োজন করে এই মেলার। গঙ্গাসাগরের ধাঁচেই মেলায় থাকেন সাধুরা। এক সঙ্গে হয় রান্নাও। এ নিয়ে মা তারা মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সুবীর নস্কর অলোক নস্করের দাবি, "পশ্চিমবঙ্গের বৃহত্তম সাধু মেলা। এবারে সাধু সমাগম আরও বেশি হয়েছে বলে মনে হচ্ছে। মন্দির কমিটির তরফ থেকে মাস্ক দেওয়া হচ্ছে সাধুদের।"

5 / 6
গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি কতটা মানা হবে, তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে এই মেলা দেখে। উদ্যোক্তাদের তরফে সাধুদের দেওয়া হয়েছে মাস্ক। কিন্তু অধিকাংশ সাধুদেরই মাস্ক পরতে চরম অহীনা। সেই মনোভাবের বদল গঙ্গাসাগরেও খুব একটা হবে না বলেই ধারণা।

গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি কতটা মানা হবে, তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে এই মেলা দেখে। উদ্যোক্তাদের তরফে সাধুদের দেওয়া হয়েছে মাস্ক। কিন্তু অধিকাংশ সাধুদেরই মাস্ক পরতে চরম অহীনা। সেই মনোভাবের বদল গঙ্গাসাগরেও খুব একটা হবে না বলেই ধারণা।

6 / 6