Bangla News » Photo gallery » Mirabai Chanu and Bhavani Devi at Garba Festival at Cultural Forum, Gandhi Nagar
National Games 2022: গরবার তালে মাতলেন মীরাবাঈ চানু-ভবানী দেবী
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 01, 2022 | 3:16 PM
গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে। গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা করার সময় একফ্রেমে দেখা গেল জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে।
Oct 01, 2022 | 3:16 PM
গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস (National Games 2022)। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu) এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে (Bhavani Devi)। (ছবি-সাই মিডিয়া)
1 / 5
গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা ফেস্টিভ্যালে একফ্রেমে দেখা গিয়েছে জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে। (ছবি-সাই মিডিয়া)
2 / 5
হলুদ ড্রেসে সুন্দরী মীরাবাঈ চানুকে দারুণ লাগছিল। টুইটারে তিনি জানান, গরবা নাইট বেশ ভালোই কাটালেন তিনি। (ছবি-সাই মিডিয়া)
3 / 5
এ বারের জাতীয় গেমসে মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাঈ চানু। (ছবি-সাই মিডিয়া)
4 / 5
নিজের রাজ্য তামিলনাড়ুর হয়ে এ বারের জাতীয় গেমসে নেমেছিলেন অলিম্পিয়ান ফেন্সার ভবানী দেবী। ২০১১, ২০১৫ সালের পর এ বারের জাতীয় গেমসেও সোনা জিতলেন ভবানী দেবী। (ছবি-সাই মিডিয়া)