Mohun Bagan: হকি লিগে প্রত্যাবর্তনেই জয় মোহনবাগানের

Kolkata Hockey League: দীর্ঘ ২২ বছর পর কলকাতা হকি লিগে ফিরল মোহনবাগান। প্রত্যাবর্তনেই অনবদ্য। জয় দিয়েই অভিযান শুরু করল সবুজ মেরুন।

| Edited By: | Updated on: Feb 13, 2023 | 7:43 PM
দীর্ঘ ২২ বছর পর হকিতে ফিরল মোহনবাগান। কলকাতা হকি লিগের ম্যাচে মাঠে নামল সবুজ-মেরুন। এ দিন ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় গুরবক্স সিং। (ছবি : মোহনবাগান)

দীর্ঘ ২২ বছর পর হকিতে ফিরল মোহনবাগান। কলকাতা হকি লিগের ম্যাচে মাঠে নামল সবুজ-মেরুন। এ দিন ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় গুরবক্স সিং। (ছবি : মোহনবাগান)

1 / 6
ঘরের মাঠেই হকি লিগের ম্যাচে নামল মোহনবাগান। অভিযান শুরু করল জয় দিয়েই। কলকাতা বিদ্যুৎ পর্ষদকে হারাল ২-১ গোলে। (ছবি : মোহনবাগান)

ঘরের মাঠেই হকি লিগের ম্যাচে নামল মোহনবাগান। অভিযান শুরু করল জয় দিয়েই। কলকাতা বিদ্যুৎ পর্ষদকে হারাল ২-১ গোলে। (ছবি : মোহনবাগান)

2 / 6
মোহনবাগানের হয়ে গোল দুটি করেন আলি আহমেদ এবং নীতিশ নিউপেন। কলকাতা বিদ্যুৎ পর্ষদের হয়ে একমাত্র গোল বিজয়ের। (ছবি : মোহনবাগান)

মোহনবাগানের হয়ে গোল দুটি করেন আলি আহমেদ এবং নীতিশ নিউপেন। কলকাতা বিদ্যুৎ পর্ষদের হয়ে একমাত্র গোল বিজয়ের। (ছবি : মোহনবাগান)

3 / 6
হকি লিগে বৃহস্পতিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। ঘরের মাঠেই ম্যাচ। (ছবি : মোহনবাগান)

হকি লিগে বৃহস্পতিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। ঘরের মাঠেই ম্যাচ। (ছবি : মোহনবাগান)

4 / 6
রবিবার কলকাতা হকি লিগের ডার্বি। গ্রুপ পর্বের ম্যাচে চিরশত্রু ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান। মহমেডান মাঠে হবে ম্যাচ। (ছবি : মোহনবাগান)

রবিবার কলকাতা হকি লিগের ডার্বি। গ্রুপ পর্বের ম্যাচে চিরশত্রু ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান। মহমেডান মাঠে হবে ম্যাচ। (ছবি : মোহনবাগান)

5 / 6
২২ বছর পর হকি দলের খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমালেন সবুজ মেরুন সমর্থকরা। ঠিক যেন ফুটবলের দৃশ্য ফিরে এল মোহনবাগান মাঠে। (ছবি : মোহনবাগান)

২২ বছর পর হকি দলের খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমালেন সবুজ মেরুন সমর্থকরা। ঠিক যেন ফুটবলের দৃশ্য ফিরে এল মোহনবাগান মাঠে। (ছবি : মোহনবাগান)

6 / 6
Follow Us: