Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unseen Monami Ghosh: ফ্যাশনেবল পোজ় নয়, ট্রিপ মাঝে নানা মুডে ফ্রেমবন্দি মনামী

Tollywood: বর্তমানে একটি রিয়ালিটি শো-এর বিচারকের আসনে তাঁকে দেখা যাচ্ছে। বিচারক হিসেবে আগের সিজ়নেও ছিলেন তিনি। নাচ মনামীর অন্যতম ভাললাগার বিষয়।

| Edited By: | Updated on: Aug 31, 2022 | 1:57 PM
মাঝে মধ্যেই খানিকটা সময় করে নিয়ে মনামী ঘোষ বেড়িয়ে পড়েন বিদেশ বিভুঁইয়ে। কখনও কাছেপিঠে দার্জিলিং, কখনও আবার থাইল্যান্ড, ছুটি কাটাতে বেশ ভাল লাগে তাঁর। সেখান থেকে ভিডিয়ো ব্লগ বানিয়ে ভক্তদের সঙ্গে শেয়ারও করে নেন মনামী।

মাঝে মধ্যেই খানিকটা সময় করে নিয়ে মনামী ঘোষ বেড়িয়ে পড়েন বিদেশ বিভুঁইয়ে। কখনও কাছেপিঠে দার্জিলিং, কখনও আবার থাইল্যান্ড, ছুটি কাটাতে বেশ ভাল লাগে তাঁর। সেখান থেকে ভিডিয়ো ব্লগ বানিয়ে ভক্তদের সঙ্গে শেয়ারও করে নেন মনামী।

1 / 5
সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্ক্রিয় মনামী ঘোষ। একের পর এক ছবি পোস্ট করে সর্বদাই ভক্তদের আপডেট দিয়ে থাকেন তিনি। তবে এবার বেশ কিছুদিনের বিরতি। ব্যস্ততার জন্যই মিলছে না ট্রাভেল ব্লগ।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্ক্রিয় মনামী ঘোষ। একের পর এক ছবি পোস্ট করে সর্বদাই ভক্তদের আপডেট দিয়ে থাকেন তিনি। তবে এবার বেশ কিছুদিনের বিরতি। ব্যস্ততার জন্যই মিলছে না ট্রাভেল ব্লগ।

2 / 5
বর্তমানে একটি রিয়ালিটি শো-এর বিচারকের আসনে তাঁকে দেখা যাচ্ছে। বিচারক হিসেবে আগের সিজ়নেও ছিলেন তিনি। নাচ মনামীর অন্যতম ভাললাগার বিষয়। অভিনয়ের পাশাপাশি এখন তিনি গানের জগতেও রেখেছেন পা।

বর্তমানে একটি রিয়ালিটি শো-এর বিচারকের আসনে তাঁকে দেখা যাচ্ছে। বিচারক হিসেবে আগের সিজ়নেও ছিলেন তিনি। নাচ মনামীর অন্যতম ভাললাগার বিষয়। অভিনয়ের পাশাপাশি এখন তিনি গানের জগতেও রেখেছেন পা।

3 / 5
সম্প্রতি মুক্তি পাওয়া ভিটামিন এম-এর জন্য খবরের শিরোনামেও জায়গা করে নিয়েছিলেন এই ফ্যাশনিস্তা। তবে এবার মনামী বেশকিছু ক্যান্ডিট ছবি শেয়ার করে নিলেন টিভি ৯ বাংলার সঙ্গে।

সম্প্রতি মুক্তি পাওয়া ভিটামিন এম-এর জন্য খবরের শিরোনামেও জায়গা করে নিয়েছিলেন এই ফ্যাশনিস্তা। তবে এবার মনামী বেশকিছু ক্যান্ডিট ছবি শেয়ার করে নিলেন টিভি ৯ বাংলার সঙ্গে।

4 / 5
কখনও অবসরে খাওয়া-দাওয়া, তখনও আবার একান্তে সেলফি, মনামীর সোশ্যাল পোস্টে গেলে একের পর এক ফ্রেমে ভক্তদের নজর কাড়তে বাধ্য। এই ফ্যাশনিস্তা এবার ছকভাঙা লুকে ফ্রেমবন্দি।

কখনও অবসরে খাওয়া-দাওয়া, তখনও আবার একান্তে সেলফি, মনামীর সোশ্যাল পোস্টে গেলে একের পর এক ফ্রেমে ভক্তদের নজর কাড়তে বাধ্য। এই ফ্যাশনিস্তা এবার ছকভাঙা লুকে ফ্রেমবন্দি।

5 / 5
Follow Us: