Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Upcoming Films: ২০২২-এ কোন কোন সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকদের একটা বড় অংশ? এক নজরে দেখে নিন…

২০২২-এ রমরমিয়ে মুক্তি পেতে চলেছে একের পর এক বিগ বাজেট সিনেমা। ২০২২-এ যে ছবিগুলির মুক্তির অপেক্ষায় দিন গুনছে দর্শক, রইল তার তালিকা...

| Edited By: | Updated on: Dec 22, 2021 | 10:44 AM
তালিকার একেবারে উপরে রয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত ছবি 'কেজিএফ' এর সিক্যুয়েল অর্থাৎ 'কেজিএফ ২'। ২০১৮ সালে বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিল 'কেজিএফ'।

তালিকার একেবারে উপরে রয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত ছবি 'কেজিএফ' এর সিক্যুয়েল অর্থাৎ 'কেজিএফ ২'। ২০১৮ সালে বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিল 'কেজিএফ'।

1 / 6
'বাহুবলী' ছবির পর ফের একবার বড়পর্দায় নিজের ছবি নিয়ে হাজির হচ্ছেন এস এস রাজামৌলি। ছবিরনাম 'আরআরআর'। রাম চরণ এবং জুনিয়র যেনটিআর এর মতো দুই দক্ষিণী মেগাস্টার ছাড়াও রয়েছেন ছবিতে রয়েছেন আলিয়া ভাট, অজয় দেবগণের মতো অভিনেতারা।

'বাহুবলী' ছবির পর ফের একবার বড়পর্দায় নিজের ছবি নিয়ে হাজির হচ্ছেন এস এস রাজামৌলি। ছবিরনাম 'আরআরআর'। রাম চরণ এবং জুনিয়র যেনটিআর এর মতো দুই দক্ষিণী মেগাস্টার ছাড়াও রয়েছেন ছবিতে রয়েছেন আলিয়া ভাট, অজয় দেবগণের মতো অভিনেতারা।

2 / 6
 গত চার বছর ধরে চলেছে 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং। একে আয়ান মুখোপাধ্যায়ের ছবি। তার উপর প্রধান ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চনকে!

গত চার বছর ধরে চলেছে 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং। একে আয়ান মুখোপাধ্যায়ের ছবি। তার উপর প্রধান ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চনকে!

3 / 6
সলমন খান, ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি 'টাইগার ৩'। একে সুপারহিট ছবি সিরিজ, তার উপর এরকম তারকা জুটি দর্শকদের আগ্রহ যে বাড়বেই তা জানা কথা। তবে এই ছবিতে সলমনের বিপরীতে ভিলেনের ভূমিকায় দেখা যেতে চলেছে ইমরান হাশমিকে।

সলমন খান, ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি 'টাইগার ৩'। একে সুপারহিট ছবি সিরিজ, তার উপর এরকম তারকা জুটি দর্শকদের আগ্রহ যে বাড়বেই তা জানা কথা। তবে এই ছবিতে সলমনের বিপরীতে ভিলেনের ভূমিকায় দেখা যেতে চলেছে ইমরান হাশমিকে।

4 / 6
২০১৮র পর ফের একবার বড়পর্দায় আমির খান। 'থ্রি ইডিয়টস' এর পর এবারে আরও একবার তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে। ২০২২ এর ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

২০১৮র পর ফের একবার বড়পর্দায় আমির খান। 'থ্রি ইডিয়টস' এর পর এবারে আরও একবার তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে। ২০২২ এর ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

5 / 6
ছবির নাম 'পাঠান'। এই স্পাই থ্রিলারে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর ভিলেনের ভূমিকায়? জন আব্রাহাম! খুব সম্ভবত ২০২২-এর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবির নাম 'পাঠান'। এই স্পাই থ্রিলারে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর ভিলেনের ভূমিকায়? জন আব্রাহাম! খুব সম্ভবত ২০২২-এর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি।

6 / 6
Follow Us: