Kasauli: হিমাচলের বুকে একান্তে প্রকৃতির মধ্যে ডুব দিতে চান? ঘুরে আসুন কাসৌলির এই ৪ সেরা জায়গাগুলি

প্রকৃতির কোলে দোল খেতে খেতে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা চান? পাহাড়ের বুকে মেঘের আস্তরণের ভিতর দিয়ে হেঁটে হারিয়ে যেতে ভালো লাগে? যদি এমনটা হয়, তাহলে হিমাচল প্রদেশের কাসৌলি হল আপনার জন্য পারফেক্ট জায়গা।

| Edited By: | Updated on: Nov 10, 2021 | 5:20 PM
শীতের ঠান্ডা আমেজে মিঠে রোদের স্বাদ নিতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাবেন, তা এখনও প্ল্যান করেননি! তাহলে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য কাসৌলি দেখার জন্য সেরা জায়গাগুলির একটি তালিকা দেওয়া রইল, শুধু মাত্র আপনাদের জন্য।

শীতের ঠান্ডা আমেজে মিঠে রোদের স্বাদ নিতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাবেন, তা এখনও প্ল্যান করেননি! তাহলে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য কাসৌলি দেখার জন্য সেরা জায়গাগুলির একটি তালিকা দেওয়া রইল, শুধু মাত্র আপনাদের জন্য।

1 / 6
কাশৌলি হিমাচল প্রদেশের সোলান জেলায় অবস্থিত, একটি ছোট্ট শহর। মনোরম আবহাওয়া তো বটেই, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনমুগ্ধকর। প্রতি বছর প্রকৃতি ও হিমালয়ের টানে বার বার হাজার হাজার পর্যটকদের ভিড় হয়।

কাশৌলি হিমাচল প্রদেশের সোলান জেলায় অবস্থিত, একটি ছোট্ট শহর। মনোরম আবহাওয়া তো বটেই, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনমুগ্ধকর। প্রতি বছর প্রকৃতি ও হিমালয়ের টানে বার বার হাজার হাজার পর্যটকদের ভিড় হয়।

2 / 6
গিলবার্ট ট্রেইল- কাসৌলির সবচেয়ে সেরা পর্যটন স্থানগুলির মধ্যে গিলবার্ট ট্রেইল অন্যতম। প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। ১.৫ কিমি দীর্ঘ পাথুরে সবুজে ঘেরা রাস্তায় হেঁটে যাওয়া জীবনের এক অনন্য অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পাখিদের কলরব আপনার মনকে তাজা করে তুলবে।

গিলবার্ট ট্রেইল- কাসৌলির সবচেয়ে সেরা পর্যটন স্থানগুলির মধ্যে গিলবার্ট ট্রেইল অন্যতম। প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। ১.৫ কিমি দীর্ঘ পাথুরে সবুজে ঘেরা রাস্তায় হেঁটে যাওয়া জীবনের এক অনন্য অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পাখিদের কলরব আপনার মনকে তাজা করে তুলবে।

3 / 6
সানসেট পয়েন্ট- কাসৌলির সানসেট পয়েন্টে প্রকৃতি ও সূর্যাস্তের প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ফটোগ্রাফারদের সেরা জায়গা। এখানকার বিশেষত্ব হল, এই পয়েন্টেই রয়েছে একটি দোলনা।  যেখানে বসে বসে সূর্যাস্তের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।

সানসেট পয়েন্ট- কাসৌলির সানসেট পয়েন্টে প্রকৃতি ও সূর্যাস্তের প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ফটোগ্রাফারদের সেরা জায়গা। এখানকার বিশেষত্ব হল, এই পয়েন্টেই রয়েছে একটি দোলনা। যেখানে বসে বসে সূর্যাস্তের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।

4 / 6
মানকি পয়েন্ট- এখানে না গেলে কাসৌলি দর্শনীয় স্থানগুলি অসম্পূর্ণ হবে। কাসৌলির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এখানে শুধু বানরদের বাসস্থানই নয়, বিমানবাহিনীর অস্ত্র, গোলাবারুদ সংরক্ষণ করার একটি স্থান। পাহাড়ের চূড়ায় এই হনুমান মন্দিরটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন স্থানীয়রা।

মানকি পয়েন্ট- এখানে না গেলে কাসৌলি দর্শনীয় স্থানগুলি অসম্পূর্ণ হবে। কাসৌলির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এখানে শুধু বানরদের বাসস্থানই নয়, বিমানবাহিনীর অস্ত্র, গোলাবারুদ সংরক্ষণ করার একটি স্থান। পাহাড়ের চূড়ায় এই হনুমান মন্দিরটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন স্থানীয়রা।

5 / 6
গুর্খা দূর্গ- কাসৌলির কাছে সবচেয়ে অনাবিষ্কৃত স্থানগুলির মধ্যে একটি। প্রকৃতির পাশাপাশি ইতিহাসপ্রেমীদের কাছে এই জায়গাটি আদর্শ। পারওয়ানু এলাকার সুবাথু শহরে অবস্থিত। প্রায় ১৮০ বছরের পুরনো এই দূর্গে কয়েছে কামান, যিটি গুর্খা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল।

গুর্খা দূর্গ- কাসৌলির কাছে সবচেয়ে অনাবিষ্কৃত স্থানগুলির মধ্যে একটি। প্রকৃতির পাশাপাশি ইতিহাসপ্রেমীদের কাছে এই জায়গাটি আদর্শ। পারওয়ানু এলাকার সুবাথু শহরে অবস্থিত। প্রায় ১৮০ বছরের পুরনো এই দূর্গে কয়েছে কামান, যিটি গুর্খা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল।

6 / 6
Follow Us: