এশিয়া কাপ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। বিভিন্ন সময়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে নাজেহাল করে ছেড়েছেন সেদেশের বোলাররা। এশিয়া কাপের পারফরম্য়ান্সের নিরিখে পাকিস্তানের সেরা বোলারদের তালিকার প্রথমে রয়েছেন প্রাক্তন স্পিনার সঈদ আজমল। ১২টি ইনিংসে ২৫টি উইকেট নেওয়ার নজির রয়েছে সঈদের। ২০১৪ সালের সংস্করণে পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১১টি উইকেট। ২০১২ সালে পাকিস্তানকে এশিয়া কাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন আজমল। চার ম্যাচে নেন আটটি উইকেট।