Motorola Edge 30: মোটোরোলা এজ ৩০ ফোনের দাম ভারতে কত হতে পারে? লঞ্চের আগে জেনে নিন

Motorola Edge 30: মোটোরোলা এজ ৩০ স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১২ মে। এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে তার সম্ভাব্য দাম দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: May 10, 2022 | 6:07 PM
মোটোরোলা এজ ৩০ স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১২ মে। এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে ফাঁস হয়েছে ফোনের সম্ভাব্য দাম এবং লঞ্চ অফার। একনজরে সেইসব তথ্য দেখে নেওয়া যাক।

মোটোরোলা এজ ৩০ স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১২ মে। এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে ফাঁস হয়েছে ফোনের সম্ভাব্য দাম এবং লঞ্চ অফার। একনজরে সেইসব তথ্য দেখে নেওয়া যাক।

1 / 6
মোটোরোলা এজ ৩০ ফোনের ভারতে দাম হতে পারে ২৭,৯৯৯ টাকা। টিপস্টার অভিষেক যাদব টুইটারে মোটোরোলা এজ ৩০ ফোনের দাম এটা হতে পারে বলে দাবি করেছেন।

মোটোরোলা এজ ৩০ ফোনের ভারতে দাম হতে পারে ২৭,৯৯৯ টাকা। টিপস্টার অভিষেক যাদব টুইটারে মোটোরোলা এজ ৩০ ফোনের দাম এটা হতে পারে বলে দাবি করেছেন।

2 / 6
মোটোরোলা এজ ৩০ ফোনের ক্ষেত্রে থাকতে পারে কিছু লঞ্চ অফার। ব্যাঙ্ক অফার হিসেবে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পেতে পারেন। তবে কোন ব্যাঙ্কের মাধ্যমে এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে কবে ২৫,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানা যায়নি।  তবে ফ্লিপকার্টের লিস্টে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার ফলে অনুমান যে ভারতে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

মোটোরোলা এজ ৩০ ফোনের ক্ষেত্রে থাকতে পারে কিছু লঞ্চ অফার। ব্যাঙ্ক অফার হিসেবে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পেতে পারেন। তবে কোন ব্যাঙ্কের মাধ্যমে এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে কবে ২৫,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানা যায়নি। তবে ফ্লিপকার্টের লিস্টে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার ফলে অনুমান যে ভারতে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

3 / 6
এবার লঞ্চের আগে মোটোরোলা এজ ৩০ ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসের শেষের দিকেই গ্লোবাল মার্কেট তথা ইউরোপে মোটোরোলা এজ ৩০ ফোন লঞ্চ হয়েছে।

এবার লঞ্চের আগে মোটোরোলা এজ ৩০ ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এপ্রিল মাসের শেষের দিকেই গ্লোবাল মার্কেট তথা ইউরোপে মোটোরোলা এজ ৩০ ফোন লঞ্চ হয়েছে।

4 / 6
মোটোরোলা এজ ৩০ একটি ৫জি ফোন হতে চলেছে। এখানে pOLED ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। HDR10+ সাপোর্ট থাকতে পারে এই ফোনের ডিসপ্লেতে।

মোটোরোলা এজ ৩০ একটি ৫জি ফোন হতে চলেছে। এখানে pOLED ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। HDR10+ সাপোর্ট থাকতে পারে এই ফোনের ডিসপ্লেতে।

5 / 6
মোটোরোলা এজ ৩০ ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর থাকতে পারে। আর তার সনেগ যুক্ত থাকতে পারে ৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

মোটোরোলা এজ ৩০ ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর থাকতে পারে। আর তার সনেগ যুক্ত থাকতে পারে ৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

6 / 6
Follow Us: