Bangla News Photo gallery Mountains are breaking down in Teesta river, see the terrifying pictures of Flash Flood in North Bengal
Sikkim Flash Floods: তিস্তায় তুলকালাম, জলের তোড়ে ভাঙছে পাহাড়, দেখুন বানবাসী উত্তরের ভয়ঙ্কর ছবি
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Oct 04, 2023 | 3:53 PM
Sikkim Flash Floods: শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।
1 / 8
পুজোর মুখে বড় দুর্যোগের মুখে বাংলা। প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। ভেঙে গিয়েছে জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম-বাংলা যোগাযোগ ব্যবস্থা।
2 / 8
এদিকে যে নিম্নচাপ বিগত কয়েকদিন ধরে চাপ বাড়াচ্ছিল বাংলার উপর তা ইতিমধ্যেই ছত্তিশগঢ় পৌঁছে গিয়েছিল বলে জানতে পারা যায়। কিন্তু, ফের তা ইউটার্ন নিয়ে মুখ ঘুরিয়েছে বাংলার দিকে।
3 / 8
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারীর পূর্বাভাস মিলেছে। এদিকে তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।
4 / 8
পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সিকিমে আবার চুংথাংয়ের লোনার লেকের প্রাচীর ভেঙে গিয়েছে।
5 / 8
শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।
6 / 8
অন্যদিকে তিস্তা থেকে অজ্ঞাতপরিচয় তিনজনের দেহও আবার ইতিমধ্য়ে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে জওয়ানদের দেহও থাকতে পারে।
7 / 8
ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে দুটি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৮০০-২১২- ১৬৫৫/ ৯০৫১৮৮৮১৭১ এই নম্বর গুলিতে ফোন করলে মিলবে সরকারি সাহায্য।
8 / 8
ইতিমধ্যেই আবার তিস্তার জল থেকে জীবন্ত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল।