Sikkim Flash Floods: তিস্তায় তুলকালাম, জলের তোড়ে ভাঙছে পাহাড়, দেখুন বানবাসী উত্তরের ভয়ঙ্কর ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 04, 2023 | 3:53 PM

Sikkim Flash Floods: শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।

1 / 8
পুজোর মুখে বড় দুর্যোগের মুখে বাংলা। প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। ভেঙে গিয়েছে জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম-বাংলা যোগাযোগ ব্যবস্থা।

পুজোর মুখে বড় দুর্যোগের মুখে বাংলা। প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। ভেঙে গিয়েছে জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম-বাংলা যোগাযোগ ব্যবস্থা।

2 / 8
এদিকে যে নিম্নচাপ বিগত কয়েকদিন ধরে চাপ বাড়াচ্ছিল বাংলার উপর তা ইতিমধ্যেই ছত্তিশগঢ় পৌঁছে গিয়েছিল বলে জানতে পারা যায়। কিন্তু, ফের তা ইউটার্ন নিয়ে মুখ ঘুরিয়েছে বাংলার দিকে।

এদিকে যে নিম্নচাপ বিগত কয়েকদিন ধরে চাপ বাড়াচ্ছিল বাংলার উপর তা ইতিমধ্যেই ছত্তিশগঢ় পৌঁছে গিয়েছিল বলে জানতে পারা যায়। কিন্তু, ফের তা ইউটার্ন নিয়ে মুখ ঘুরিয়েছে বাংলার দিকে।

3 / 8
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারীর পূর্বাভাস মিলেছে। এদিকে তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারীর পূর্বাভাস মিলেছে। এদিকে তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

4 / 8
পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সিকিমে আবার চুংথাংয়ের লোনার লেকের প্রাচীর ভেঙে গিয়েছে।

পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সিকিমে আবার চুংথাংয়ের লোনার লেকের প্রাচীর ভেঙে গিয়েছে।

5 / 8
শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।

শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।

6 / 8
অন্যদিকে তিস্তা থেকে অজ্ঞাতপরিচয় তিনজনের দেহও আবার ইতিমধ্য়ে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে জওয়ানদের দেহও থাকতে পারে।

অন্যদিকে তিস্তা থেকে অজ্ঞাতপরিচয় তিনজনের দেহও আবার ইতিমধ্য়ে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে জওয়ানদের দেহও থাকতে পারে।

7 / 8
ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে দুটি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৮০০-২১২- ১৬৫৫/ ৯০৫১৮৮৮১৭১ এই নম্বর গুলিতে ফোন করলে মিলবে সরকারি সাহায্য।

ইতিমধ্যেই পর্যটন দফতরের তরফে দুটি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৮০০-২১২- ১৬৫৫/ ৯০৫১৮৮৮১৭১ এই নম্বর গুলিতে ফোন করলে মিলবে সরকারি সাহায্য।

8 / 8
ইতিমধ্যেই আবার তিস্তার জল থেকে জীবন্ত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল।

ইতিমধ্যেই আবার তিস্তার জল থেকে জীবন্ত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা দল।

Next Photo Gallery