Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Villains: নায়ক নন, খলনায়ক হয়েই জনপ্রিয়তা তুঙ্গে তাঁদের, বলিউডের এই তালিকাটা ছোট নয়

Bollywood Villains: 'মুগাম্বো খুশ হুয়া', 'কালিয়া কিতনে আদমি থে'-এই সংলাপগুলো আজও মুখে মুখে ঘোরে দর্শকদের। এই সংলাপগুলো কোনও নায়কের নয়, সবই খলনায়কদের। পর্দায় এই খলনায়করা ছবিতে নায়কদের গিয়েছেন ছাপিয়ে।

| Edited By: | Updated on: Jul 14, 2022 | 1:46 AM
২৫ বছর পূর্ণ হল 'গুপ্ত' ছবির। এই ছবিতে ববি দেওল নায়ক হলেও পুরো নজর কাড়েন কাজল। তিনি পাগল প্রেমিকার চরিত্রে অভিনয় করেন। তাঁর চরিত্রের ভালবাসা তাঁকে সিরিয়াল কিলার করে দেয়।

২৫ বছর পূর্ণ হল 'গুপ্ত' ছবির। এই ছবিতে ববি দেওল নায়ক হলেও পুরো নজর কাড়েন কাজল। তিনি পাগল প্রেমিকার চরিত্রে অভিনয় করেন। তাঁর চরিত্রের ভালবাসা তাঁকে সিরিয়াল কিলার করে দেয়।

1 / 11
'শোলে' ছবির নায়কদের থেকে অনেক বেশি জনপ্রিয় গব্বর। আমজাদ খান অভিনীত এই চরিত্রটি সিনেমার ইতিহাসে একটা জায়গা করে নিয়েছে।

'শোলে' ছবির নায়কদের থেকে অনেক বেশি জনপ্রিয় গব্বর। আমজাদ খান অভিনীত এই চরিত্রটি সিনেমার ইতিহাসে একটা জায়গা করে নিয়েছে।

2 / 11
শাহরুখ খান 'ডর' ছবিতে পাগল প্রেমিক। তাঁর চরিত্রটি ছবির নায়ক সানি দেওলের থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল। ডর ছাড়াও বাজিগর ,আনজান ছবিতেও কিং খান নেগেটিভ চরিত্রে অভিনয় করেন।

শাহরুখ খান 'ডর' ছবিতে পাগল প্রেমিক। তাঁর চরিত্রটি ছবির নায়ক সানি দেওলের থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল। ডর ছাড়াও বাজিগর ,আনজান ছবিতেও কিং খান নেগেটিভ চরিত্রে অভিনয় করেন।

3 / 11
ছবির নামই 'খলনায়ক'। সঞ্জয় দত্ত ছবির খলনায়ক। তাঁর লিপে 'নায়ক নেহি খলনায়ক হু ম্যায়ঁ' জনপ্রিয়তা বজয়া রেখেছে। ছবিতে নায়ক ছিলেন জ্যাকি শ্রফ।

ছবির নামই 'খলনায়ক'। সঞ্জয় দত্ত ছবির খলনায়ক। তাঁর লিপে 'নায়ক নেহি খলনায়ক হু ম্যায়ঁ' জনপ্রিয়তা বজয়া রেখেছে। ছবিতে নায়ক ছিলেন জ্যাকি শ্রফ।

4 / 11
'মিস্টার ইন্ডিয়া' ছবির মুগাম্ব ছিলেন অমরেশপুরী। তাঁর সংলাপ 'মুগাম্ব খুশ হুয়া' সিনেমার একটি আইকনিক সংলাপ।  এই ছবির নায়ক ছিলেন অনিল কাপুর।

'মিস্টার ইন্ডিয়া' ছবির মুগাম্ব ছিলেন অমরেশপুরী। তাঁর সংলাপ 'মুগাম্ব খুশ হুয়া' সিনেমার একটি আইকনিক সংলাপ। এই ছবির নায়ক ছিলেন অনিল কাপুর।

5 / 11
'পদ্মাবত' ছবির নায়ক শাহিদ কাপুর। কিন্তু তাঁর থেকে বেশি জনপ্রিয় ছবির খলচরিত্র আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনত রণবীর সিং।

'পদ্মাবত' ছবির নায়ক শাহিদ কাপুর। কিন্তু তাঁর থেকে বেশি জনপ্রিয় ছবির খলচরিত্র আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনত রণবীর সিং।

6 / 11
'দুশমন' ছবির নায়ক সঞ্জয় দত্ত। কিন্তু অনেকেরই তাঁর কথা মনে নেই। কিন্তু ছবির খলনায়ক আশুতোষ রাণার সেই ভয়ঙ্কর রূপ আজও দর্শক মনে কাঁটা দেয়।

'দুশমন' ছবির নায়ক সঞ্জয় দত্ত। কিন্তু অনেকেরই তাঁর কথা মনে নেই। কিন্তু ছবির খলনায়ক আশুতোষ রাণার সেই ভয়ঙ্কর রূপ আজও দর্শক মনে কাঁটা দেয়।

7 / 11
'সংঘর্ষ' ছবির ক্ষেত্রেও অক্ষয় কুমার থেকে বেশি জনপ্রিয় হয়েছিল আশুতোষ রাণা অভিনীত খলনায়ক চরিত্রটি। এই ছবিতেও তাঁর ছরিত্রটি ভয়ঙ্কর ছিল। অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী' ছবির লুকের সঙ্গে আশুতোষ রাণার সংঘর্ষ ছবির লুকের মিল পাওয়া যায়।

'সংঘর্ষ' ছবির ক্ষেত্রেও অক্ষয় কুমার থেকে বেশি জনপ্রিয় হয়েছিল আশুতোষ রাণা অভিনীত খলনায়ক চরিত্রটি। এই ছবিতেও তাঁর ছরিত্রটি ভয়ঙ্কর ছিল। অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী' ছবির লুকের সঙ্গে আশুতোষ রাণার সংঘর্ষ ছবির লুকের মিল পাওয়া যায়।

8 / 11
'হামরাজ' ছবিতে ববি দেওল নায়ক। কিন্তু তাঁর থেকে অনেক বেশি জনপ্রিয় হয় অক্ষয় খান্নার চরিত্রটি। শান্ত মাথায় ক্রিমিনালের চরিত্রটি দর্শক মনে আজও রয়ে গিয়েছে।

'হামরাজ' ছবিতে ববি দেওল নায়ক। কিন্তু তাঁর থেকে অনেক বেশি জনপ্রিয় হয় অক্ষয় খান্নার চরিত্রটি। শান্ত মাথায় ক্রিমিনালের চরিত্রটি দর্শক মনে আজও রয়ে গিয়েছে।

9 / 11
'অগ্নিপরীক্ষা' ছবির নায়ক জ্যাকি শ্রফ। কিন্তু আজও দর্শক মনে রেখেছেন নানা পাটেকর অভিনীত চরিত্রটি। যেখানে তিনি পাগল স্বামী। যে তাঁর স্ত্রীর প্রতি অতিমাত্রায় আসক্ত।

'অগ্নিপরীক্ষা' ছবির নায়ক জ্যাকি শ্রফ। কিন্তু আজও দর্শক মনে রেখেছেন নানা পাটেকর অভিনীত চরিত্রটি। যেখানে তিনি পাগল স্বামী। যে তাঁর স্ত্রীর প্রতি অতিমাত্রায় আসক্ত।

10 / 11
নতুন 'অগ্নিপথ' ছবিতে হৃত্বিক রোশনকে ছাপিয়ে যায় সঞ্জয় দত্ত অভিনীত 'কাঞ্চা' চরিত্রটি। সঞ্জয় বোলে বোলে গোল দেন হৃত্বিককে ছবিতে।

নতুন 'অগ্নিপথ' ছবিতে হৃত্বিক রোশনকে ছাপিয়ে যায় সঞ্জয় দত্ত অভিনীত 'কাঞ্চা' চরিত্রটি। সঞ্জয় বোলে বোলে গোল দেন হৃত্বিককে ছবিতে।

11 / 11
Follow Us: