Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni : মাহির কেশ-কাহিনী, লম্বা চুলের যুবক থেকে ৪২-র ‘কুল’ ধোনি

৪২ বছরে পা দিলেন দেশের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির প্রতিটি পদক্ষেপ আজও চোখ বন্ধ করে অনুসরণ করেন অনুরাগীরা। সেই লম্বা চুলের তরুণ আজ ৪২-এর অভিজ্ঞতার বটগাছ। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। যেমন তাঁর হেয়ারস্টাইল। কেমন? চলুন দেখে নিই।

| Edited By: | Updated on: Jul 07, 2023 | 8:56 AM
ধোনির লম্বা চুলের ফ্যান ছিলেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া ভার। আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল এই লম্বা চুল নিয়ে। প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধোনিকে বলেছিলেন, "চুল কেটো না।" (ছবি :টুইটার )

ধোনির লম্বা চুলের ফ্যান ছিলেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া ভার। আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল এই লম্বা চুল নিয়ে। প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ধোনিকে বলেছিলেন, "চুল কেটো না।" (ছবি :টুইটার )

1 / 8
কখনও লম্বা, কখনও মিলিটারি ছাঁট- জামাকাপড় বদলানোর মতো হেয়ারস্টাইল বদলেছেন মাহি। (ছবি :টুইটার )

কখনও লম্বা, কখনও মিলিটারি ছাঁট- জামাকাপড় বদলানোর মতো হেয়ারস্টাইল বদলেছেন মাহি। (ছবি :টুইটার )

2 / 8
২০১১ সালে বিশ্বকাপ জেতার পরই চুল কেটে ফেলেছিলেন ধোনি। এরপর চুল নিয়ে বিভিন্নরকম এক্সপেরিমেন্ট করেছেন। (ছবি :টুইটার )

২০১১ সালে বিশ্বকাপ জেতার পরই চুল কেটে ফেলেছিলেন ধোনি। এরপর চুল নিয়ে বিভিন্নরকম এক্সপেরিমেন্ট করেছেন। (ছবি :টুইটার )

3 / 8
ধোনিকে ভারতীয় সেনার সাম্মানিক পদ দেওয়া হয়েছে। কাশ্মীরে কিছুদিন মিলিটারি ক্যাম্পে সময় কাটান। তখনকার হেয়ারস্টাইল ভীষণ জনপ্রিয় হয়েছিল।(ছবি :টুইটার )

ধোনিকে ভারতীয় সেনার সাম্মানিক পদ দেওয়া হয়েছে। কাশ্মীরে কিছুদিন মিলিটারি ক্যাম্পে সময় কাটান। তখনকার হেয়ারস্টাইল ভীষণ জনপ্রিয় হয়েছিল।(ছবি :টুইটার )

4 / 8
ধোনির এই হেয়ারস্টাইল সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিশ আলিম হাকিম ছবিগুলি শেয়ার করেছিলেন। (ছবি :টুইটার )

ধোনির এই হেয়ারস্টাইল সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিশ আলিম হাকিম ছবিগুলি শেয়ার করেছিলেন। (ছবি :টুইটার )

5 / 8
ধোনিকে বর্তমানে ছোট চুলেই দেখা যায়। আইপিএলের আগে নিত্যনতুন চুলের স্টাইলে ধরা দেন তিনি। (ছবি :টুইটার )

ধোনিকে বর্তমানে ছোট চুলেই দেখা যায়। আইপিএলের আগে নিত্যনতুন চুলের স্টাইলে ধরা দেন তিনি। (ছবি :টুইটার )

6 / 8
৪২ বছরের ধোনির চুল ও দাড়িতে পাক ধরেছে। বয়সের সঙ্গে ব্যক্তিত্বের ধার যেন আরও বেড়েছে। সময়োপযোগী চুলের স্টাইল তাতে অন্য মাত্রা দান করেছে। (ছবি :টুইটার )

৪২ বছরের ধোনির চুল ও দাড়িতে পাক ধরেছে। বয়সের সঙ্গে ব্যক্তিত্বের ধার যেন আরও বেড়েছে। সময়োপযোগী চুলের স্টাইল তাতে অন্য মাত্রা দান করেছে। (ছবি :টুইটার )

7 / 8
তবে ধোনির লম্বা চুল নিয়ে ক্রেজ বাকি সব হেয়ারস্টাইলকে দশ গোল দিতে পারে। বারবার হাত দিয়ে চুল পিছনে পাঠানো, এখনও দৃশ্য ভেসে ওঠে ক্রিকেটপ্রেমীদের চোখে।(ছবি :টুইটার )

তবে ধোনির লম্বা চুল নিয়ে ক্রেজ বাকি সব হেয়ারস্টাইলকে দশ গোল দিতে পারে। বারবার হাত দিয়ে চুল পিছনে পাঠানো, এখনও দৃশ্য ভেসে ওঠে ক্রিকেটপ্রেমীদের চোখে।(ছবি :টুইটার )

8 / 8
Follow Us: