AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনির ঘরে আরও এক ‘সন্তান’, আনন্দে মাতোয়ারা মাহি

বছরের ছয়টা মাস গলফ, টেনিস ও চাষবাস করে সময় কাটিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ধরে বাকি ছয়টা মাস আইপিএলের জন্য তুলে রাখেন। ক্যাপ্টেন কুল এখন ষষ্ঠদশ আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন। তারই মাঝে এলে সুখবর।

| Edited By: | Updated on: Feb 22, 2023 | 2:42 PM
Share
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মহেন্দ্র সিং ধোনির পরিবার আলো করে আসে ছোট্ট জিভা। দেখতে দেখতে সাতবছরের হয়ে গেল ধোনিকন্যা। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় ব্যপক জনপ্রিয় সে। (ছবি:টুইটার)

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মহেন্দ্র সিং ধোনির পরিবার আলো করে আসে ছোট্ট জিভা। দেখতে দেখতে সাতবছরের হয়ে গেল ধোনিকন্যা। এই বয়সেই সোশ্যাল মিডিয়ায় ব্যপক জনপ্রিয় সে। (ছবি:টুইটার)

1 / 8
মেয়ের জন্মের পর থেকে ক্রিকেট সর্বস্ব মহেন্দ্র সিং ধোনির জীবনের অনেকটা অংশ দখল করে নিয়েছে জিভা। (ছবি:টুইটার)

মেয়ের জন্মের পর থেকে ক্রিকেট সর্বস্ব মহেন্দ্র সিং ধোনির জীবনের অনেকটা অংশ দখল করে নিয়েছে জিভা। (ছবি:টুইটার)

2 / 8
অনুরাগীরা চান, জিভার জন্য খেলার সঙ্গী আনুক ধোনি ও সাক্ষী। কয়েকবছর আগে সাক্ষীর দ্বিতীয় প্রেগনেন্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ফ্যানরা চাইছিলেন, সত্যি হোক এই খবর।(ছবি:টুইটার)

অনুরাগীরা চান, জিভার জন্য খেলার সঙ্গী আনুক ধোনি ও সাক্ষী। কয়েকবছর আগে সাক্ষীর দ্বিতীয় প্রেগনেন্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ফ্যানরা চাইছিলেন, সত্যি হোক এই খবর।(ছবি:টুইটার)

3 / 8
জিভার খেলার সঙ্গী না এলেও রাঁচির বিখ্যাত ধোনি পরিবারে নতুন সদস্য এসেছে। তাতেই উচ্ছ্বসিত মাহি।(ছবি: টুইটার)

জিভার খেলার সঙ্গী না এলেও রাঁচির বিখ্যাত ধোনি পরিবারে নতুন সদস্য এসেছে। তাতেই উচ্ছ্বসিত মাহি।(ছবি: টুইটার)

4 / 8
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর শুধু ক্রিকেট নিয়ে ভাবেন না। টেনিস, গলফ থেকে চাষবাস- বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এখন যতটা সম্ভব পারেন পরিবারকে সময় দেন। (ছবি:টুইটার)

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর শুধু ক্রিকেট নিয়ে ভাবেন না। টেনিস, গলফ থেকে চাষবাস- বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। এখন যতটা সম্ভব পারেন পরিবারকে সময় দেন। (ছবি:টুইটার)

5 / 8
মাহির প্রথম প্রেম যদি হয় ক্রিকেট, দ্বিতীয় প্রেম হলেন সাক্ষী এবং এই দুয়ের মাঝে জোর লড়াই বাইকের। ধোনির রাঁচির ফার্মহাউসে রয়েছে আস্ত একটি বাইকের শো রুম। থরে থরে সেখানে সাজানো বিভিন্ন মডেলের নতুন-পুরনো বাইক। (ছবি: টুইটার)

মাহির প্রথম প্রেম যদি হয় ক্রিকেট, দ্বিতীয় প্রেম হলেন সাক্ষী এবং এই দুয়ের মাঝে জোর লড়াই বাইকের। ধোনির রাঁচির ফার্মহাউসে রয়েছে আস্ত একটি বাইকের শো রুম। থরে থরে সেখানে সাজানো বিভিন্ন মডেলের নতুন-পুরনো বাইক। (ছবি: টুইটার)

6 / 8
মহেন্দ্র সিং ধোনির বাইকের কালেকশন দেখলে চমকে যেতে হয়। এই তালিকায় নতুন সংযোজন  TVS Ronin (টিভিএস রনিন)। টিভিএস কোম্পানির বিজনেস হেড বিমল সাম্বলি নিজে ধোনির হাতে বাইকের চাবি তুলে দিয়েছেন। (ছবি: টুইটার)

মহেন্দ্র সিং ধোনির বাইকের কালেকশন দেখলে চমকে যেতে হয়। এই তালিকায় নতুন সংযোজন TVS Ronin (টিভিএস রনিন)। টিভিএস কোম্পানির বিজনেস হেড বিমল সাম্বলি নিজে ধোনির হাতে বাইকের চাবি তুলে দিয়েছেন। (ছবি: টুইটার)

7 / 8
গ্যালাকটিক গ্রে রঙের বাইকটির দাম ১.৭ লাখ টাকা। ধোনির বাইকের শো রুমে কাওয়াসাকি নিনজা এইচ ২, হার্লে ডেভিসন ফ্যাটবয়, ইয়ামাহা থান্ডারক্যাটের মতো নামিদামী বাইকগুলির সঙ্গে শোভা পাবে টিভিএস রনিন। বাইকগুলিকে নিজের সন্তানের মতো করে আগলে রাখেন, দেখভাল করেন ধোনি। (ছবি:টুইটার)

গ্যালাকটিক গ্রে রঙের বাইকটির দাম ১.৭ লাখ টাকা। ধোনির বাইকের শো রুমে কাওয়াসাকি নিনজা এইচ ২, হার্লে ডেভিসন ফ্যাটবয়, ইয়ামাহা থান্ডারক্যাটের মতো নামিদামী বাইকগুলির সঙ্গে শোভা পাবে টিভিএস রনিন। বাইকগুলিকে নিজের সন্তানের মতো করে আগলে রাখেন, দেখভাল করেন ধোনি। (ছবি:টুইটার)

8 / 8