Team India: ধোনির রাঁচির ম্যানসনে এলাহি দাওয়াত, পেটপুরে খেলেন হার্দিকরা

ভারতের ক্রিকেট দল রাঁচি যাবে আর মহেন্দ্র সিং ধোনির বাড়িতে আমন্ত্রণ থাকবে না, এমনটা খুব কমই হয়। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো বর্তমান দলের কয়েকজনের সঙ্গে ধোনির সম্পর্ক খুবই ভালো। তবে ধোনি দাওয়াতে আমন্ত্রণ জানিয়েছিলেন গোটা টিমকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে রাঁচি গিয়েছে টিম ইন্ডিয়া।

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 12:25 AM
ভারতীয় দল রাঁচি পৌঁছেছে জানতে পেরে ধোনির বাড়ি থেকে আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের কাছে। বুধবার রাত ডিনারে ডাকা হয় গোটা টিমকে। (ছবি:টুইটার)

ভারতীয় দল রাঁচি পৌঁছেছে জানতে পেরে ধোনির বাড়ি থেকে আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের কাছে। বুধবার রাত ডিনারে ডাকা হয় গোটা টিমকে। (ছবি:টুইটার)

1 / 8
বুধবার রাত ৯টা নাগাদ সিমলিয়ায় ধোনি ম্যানসনের ডিনার পার্টিতে পৌঁছে যান হার্দিকরা। দারুণভাবে স্বাগত জানানো হয় মেন ইন ব্লু সদস্যদের।(ছবি:টুইটার)

বুধবার রাত ৯টা নাগাদ সিমলিয়ায় ধোনি ম্যানসনের ডিনার পার্টিতে পৌঁছে যান হার্দিকরা। দারুণভাবে স্বাগত জানানো হয় মেন ইন ব্লু সদস্যদের।(ছবি:টুইটার)

2 / 8
আমন্ত্রিত সকল ক্রিকেটারের পছন্দের কথা মাথায় রেখে ডিনার প্রস্তুত করা হয়। ধোনি নিজেই সকলের পছন্দ অপছন্দের কথা শেফকে জানিয়েছিলেন। (ছবি:টুইটার)

আমন্ত্রিত সকল ক্রিকেটারের পছন্দের কথা মাথায় রেখে ডিনার প্রস্তুত করা হয়। ধোনি নিজেই সকলের পছন্দ অপছন্দের কথা শেফকে জানিয়েছিলেন। (ছবি:টুইটার)

3 / 8
ডিনার পার্টিতে ধোনির কয়েকজন কাছের বন্ধুও উপস্থিত ছিলেন। যাঁদের সঙ্গে ভারতীয় দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন ধোনি। (ছবি:টুইটার)

ডিনার পার্টিতে ধোনির কয়েকজন কাছের বন্ধুও উপস্থিত ছিলেন। যাঁদের সঙ্গে ভারতীয় দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন ধোনি। (ছবি:টুইটার)

4 / 8
রোহিত শর্মার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। জানা গিয়েছে, ডিনার পার্টিতে হার্দিককে কিছু টিপস দিয়েছেন মাহি। (ছবি:টুইটার)

রোহিত শর্মার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। জানা গিয়েছে, ডিনার পার্টিতে হার্দিককে কিছু টিপস দিয়েছেন মাহি। (ছবি:টুইটার)

5 / 8
২৭ জানুয়ারি, শুক্রবার ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ রয়েছে। রাঁচির জেএসসিএ স্টেডিয়াম হাতের তালুর মতো চেনেন মাহি। ধোনির টিপস নিশ্চিন্তে কাজে লাগবে হার্দিকদের। (ছবি:টুইটার)

২৭ জানুয়ারি, শুক্রবার ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ রয়েছে। রাঁচির জেএসসিএ স্টেডিয়াম হাতের তালুর মতো চেনেন মাহি। ধোনির টিপস নিশ্চিন্তে কাজে লাগবে হার্দিকদের। (ছবি:টুইটার)

6 / 8
 গতবছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ম্যাচ ছিল রাঁচিতে। সে বারও ধোনি ডিনার পার্টি দিয়েছিলেন। (ছবি:টুইটার)

গতবছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ম্যাচ ছিল রাঁচিতে। সে বারও ধোনি ডিনার পার্টি দিয়েছিলেন। (ছবি:টুইটার)

7 / 8
জাতীয় দল থেকে অবসর নিলেও ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে ধোনির সম্পর্ক খুব ভালো। সময়ের সঙ্গে এই বন্ডিং আরও পোক্ত হচ্ছে।  (ছবি:টুইটার)

জাতীয় দল থেকে অবসর নিলেও ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে ধোনির সম্পর্ক খুব ভালো। সময়ের সঙ্গে এই বন্ডিং আরও পোক্ত হচ্ছে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: