Diamond League 2022: ডায়মন্ড লিগে অভিষেক মুরলী শ্রীশঙ্করের, পারফরম্যান্স…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 11, 2022 | 7:00 AM

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। লং জাম্পে রুপো পেয়েছেন তিনি। কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্প ইভেন্টে দেশের প্রথম রুপো এনেছেন মুরলী। নজর ছিল অভিষেক ডায়মন্ড লিগের পারফরম্যান্সে...

1 / 5
মাত্র কয়েক দিনের পার্থক্য। বুধবার ভারতীয় সময় মাঝ রাতে মোনাকো ডায়মন্ড লিগে অংশ নেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ফাইনালে ছিলেন মোট ১০ জন প্রতিযোগী।  (ছবি : টুইটার)

মাত্র কয়েক দিনের পার্থক্য। বুধবার ভারতীয় সময় মাঝ রাতে মোনাকো ডায়মন্ড লিগে অংশ নেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ফাইনালে ছিলেন মোট ১০ জন প্রতিযোগী। (ছবি : টুইটার)

2 / 5
কমনওয়েলথ গেমসে ৮.০৮ মিটারের লাফে রুপোর পদক পান মুরলী। পুরুষদের লং জাম্পে ( Long Jump) দেশের প্রথম রুপোর পদক। (ছবি : টুইটার)

কমনওয়েলথ গেমসে ৮.০৮ মিটারের লাফে রুপোর পদক পান মুরলী। পুরুষদের লং জাম্পে ( Long Jump) দেশের প্রথম রুপোর পদক। (ছবি : টুইটার)

3 / 5
প্রতিযোগিতা কঠিন হলেও সদ্য বার্মিংহ্যামে রুপো পাওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর উপর প্রত্যাশা ছিল অনেক বেশি।  (ছবি : পিটিআই)

প্রতিযোগিতা কঠিন হলেও সদ্য বার্মিংহ্যামে রুপো পাওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর উপর প্রত্যাশা ছিল অনেক বেশি। (ছবি : পিটিআই)

4 / 5
মোনাকো ডায়মন্ড লিগে (Diamond League) ষষ্ঠ স্থানে শেষ করেন মুরলী। পঞ্চম প্রচেষ্টায় ৭.৯৪ মিটার লাফ মুরলী শ্রীশঙ্করের। আরেকটি প্রচেষ্টা বাকি থাকলেও নামেননি।  (ছবি : পিটিআই)

মোনাকো ডায়মন্ড লিগে (Diamond League) ষষ্ঠ স্থানে শেষ করেন মুরলী। পঞ্চম প্রচেষ্টায় ৭.৯৪ মিটার লাফ মুরলী শ্রীশঙ্করের। আরেকটি প্রচেষ্টা বাকি থাকলেও নামেননি। (ছবি : পিটিআই)

5 / 5
মুরলী শ্রীশঙ্করের ব্যক্তিগত সেরা লাফ ৮.৩৬ মিটার। এটি জাতীয় রেকর্ডও। কমনওয়েলথ গেমসের ক্লান্তিই হোক কিংবা অভিষেকে (Debut) স্নায়ুর চাপ। ব্যক্তিগত পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি মুরলী। (ছবি : টুইটার)

মুরলী শ্রীশঙ্করের ব্যক্তিগত সেরা লাফ ৮.৩৬ মিটার। এটি জাতীয় রেকর্ডও। কমনওয়েলথ গেমসের ক্লান্তিই হোক কিংবা অভিষেকে (Debut) স্নায়ুর চাপ। ব্যক্তিগত পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি মুরলী। (ছবি : টুইটার)

Next Photo Gallery