Makeup Remover: ত্বকের ক্ষতি না করেই ঘরোয়া উপায়ে তুলুন মেকআপ!
পার্টি হোক বা কোনও উৎসব কিংবা কোনও অনুষ্ঠান, কোথাও যাওয়ার আগে আমরা সময় নিয়ে সুন্দর করে সাজি, মেকআপ করি। কিন্তু বাড়ি ফিরে সেই মেকআপকে ত্বক থেকে তোলার ক্ষেত্রে অবহেলা করি। মেকআপ তুলতে কোনও রাসায়নিক রিম্যুভার বা সাবান ব্যবহার করি। কিন্তু এখানেই অনেক সময় ক্ষতি হয় ত্বকের। তাই আজকে আমরা মেকআপ তোলার কিছু ঘরোয়া উপায় তুলে ধরব আপনাদের সামনে...