ঘরোয়া উপায়েই এই সমস্য়ার সমাধান পাবেন একেবারে হাতেনাতে। গায়ের রঙ ফর্সা হলেও যৌনাঙ্গের রঙ কালো হয় অনেকেরই। স্পর্শকাতর অঙ্গের কালো দাগ দূর করতে জেনে নিন কয়েকটি ঘরোয়া উপায়...
টক দই: এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা ব্লিচিংয়ের কাজ করে। কালো ছোপ-যুক্ত এলাকাগুলিতে টকদই ব্য়বহার করে ১০-১৫ মিনিট অপেক্ষা করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন: এটি হল প্রাকৃতিক এক্সফোলিয়েটর। বেসনের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। কালো ছোপ-যুক্ত এলাকায় এই পেস্ট লাগিয়ে শুকনো না হওয়া পর্য়ন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা: এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিনের গুণাবলী। যে কোলাজেনকে আরও বৃদ্ধি ঘটিয়ে কালো থেকে উজ্জ্বল ও ফর্সা রঙ করতে সাহায্য করে। ২০-৩০ মিনিট ব্যবহারের পর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।
অরেঞ্জ জুসের সঙ্গে হলুদ গুঁড়ো: ত্বকের ফর্সাভাব আনতে হলুদের কোনও বিকল্প নেই। কমলালেবুর জুসের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপজল ও চন্দনগুঁড়ো: এই পেস্ট ত্বককে ময়েশ্চার করতে সাহায্য করে। শুষ্ক ত্বকের জন্য এই পেস্ট অত্যন্ত উপকারীও বটে।
আলুর রস: কালো-ছোপযুক্ত জায়গায় আলুর রস ব্যবহার করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের কোনও ক্ষতি করে না।
দুধ: এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। ত্বকে ফর্সাভাব ও উজ্জ্বলতা ফেরাতে দুধের কোনও বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত জায়গায় দুধের প্রলেপ দিন। একঘণ্টা পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।