Bangla News » Photo gallery » NCA Head VVS Laxman, interacted with the players and support staff at Camp for U19 girls at the NCA, Bangalore
Indian Cricket: অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্যাম্পে টিপস দিলেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ক্যাম্প। সেখানে ভারতের আগামী প্রজন্মের ক্রিকেটারদের ক্লাস নিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। প্লেয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন লক্ষ্মণ। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চলছে অনুর্ধ্ব-১৯ মেয়েদের ক্যাম্প। সেখানে ভারতের আগামী প্রজন্মের ক্রিকেটারদের ক্লাস নিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। (ছবি-বিসিসিআই টুইটার)
1 / 5
এনসিএতে প্লেয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন লক্ষ্মণ। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। (ছবি-বিসিসিআই টুইটার)
2 / 5
এনসিতে জোরকদমে অনুশীলনে মগ্ন রয়েছেন ভারতের অনুর্ধ্ব-১৯ মেয়েদের দলের প্লেয়াররা। পাশাপাশি তারা পাচ্ছে লক্ষ্মণের বিশেষ পরামর্শও। রবি শাস্ত্রীর পর ভারতের হেড কোচ হন রাহুল দ্রাবিড়। ফলে এনসিএ প্রধানের জায়গা খালি হয়ে যায়। তখনই দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মণকে নিয়ে আসার কথা ভাবে বিসিসিআই। (ছবি-বিসিসিআই টুইটার)
3 / 5
কিন্তু প্রথমে লক্ষ্মণ এনসিএর প্রধান হতে চাননি। আসরে নেমে পড়েন তাঁর সতীর্থ, বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশেষে এনসিএ-র দায়িত্ব নেওয়ার জন্য সৌরভই রাজি করান লক্ষ্মণকে। (ছবি-বিসিসিআই টুইটার)
4 / 5
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। পাশাপাশি কয়েকদিন আগেই ভারতের আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার সিনিয়র দলের হেড কোচের দায়িত্বেও হার্দিকদের সঙ্গে গিয়েছিলেন লক্ষ্মণ। (ছবি-ভিভিএস লক্ষ্মণ টুইটার)