Makeup for Christmas Party: ক্রিসমাস পার্টিতে নজর কাড়ুন ‘নো মেকআপ’ মেকআপ লুকে!
TV9 Bangla Digital | Edited By: megha
Dec 23, 2021 | 2:24 PM
তারকাদের মত ন্যুড মেকআপ লুক কে না চায়! যাঁরা মেকআপ করতে পছন্দ করেন না, তাঁদেরও ভাল লাগে এই 'নো মেকআপ' মেকআপ লুক। এই ক্রিসমাসে যদি আপনিও এই লুক চান, তাহলে দেখে নিন কীভাবে মেকআপ করবেন স্টেপ বাই স্টেপ।
1 / 8
তারকাদের মত ন্যুড মেকআপ লুক কে না চায়! যাঁরা মেকআপ করতে পছন্দ করেন না, তাঁদেরও ভাল লাগে এই 'নো মেকআপ' মেকআপ লুক। এই ক্রিসমাসে যদি আপনিও এই লুক চান, তাহলে দেখে নিন কীভাবে মেকআপ করবেন স্টেপ বাই স্টেপ।
2 / 8
যে কোনও ধরনের মেকআপ শুরু করার আগে ত্বককে ভাল করে পরিষ্কার করুন। তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এরপর ত্বকের ওপর প্রাইমার প্রয়োগ করুন, যাতে ত্বকের ওপর মেকআপ ভাল ভাবে সেট হতে পারে।
3 / 8
এরপর ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন। স্কিন টোন বা তার থেকে এক শেড হালকা ফাউন্ডেশন বেছে নেবেন সব সময়। তবেই আপনার লুক আরও উজ্জ্বল হয়ে উঠবে। ফাউন্ডেশনটা ভাল করে ত্বকের ওপর প্রয়োগ করুন।
4 / 8
এরপর এর সঙ্গে ব্যবহার করুন কনসিলার। কনসিলার অনেক ধরনের হয়। প্রতিটি ধরনেরই নিজস্ব বৈশিষ্ট্য ও কাজ রয়েছে। যেমন ব্রণর দাগকে লুকানোর জন্য সবুজ রঙের কনসিলার, ডার্ক সার্কেলকে লুকানোর জন্য কমলা রঙের কনসিলার এবং পিগমেনটেশনের সমস্যার জন্য স্কিন রঙের কনসিলার। সুতরাং আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী এই কনসিলার বেছে নিতে পারেন।
5 / 8
ত্বককে আরও সুন্দর দেখানোর জন্য ব্রঞ্জার ব্যবহার করতে পারেন। এটি আপনাকে পারফেক্ট লুক দেবে। এরপর এগুলি লাগানোর পর ত্বকে সেট করা খুব জরুরি। এটি সেট করার কাজটা করবে পাউডার। এর জন্য আপনি লুস পাউডার বেছে নিতে পারেন। এছাড়া বাজারে একাধিক ফাউন্ডেশন শেডের পাউডার পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন।
6 / 8
মেকআপের ক্ষেত্রে চোখ খুব গুরুত্বপূর্ণ। চোখের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য আইলাইনার, আইশ্যাডো ও মাস্কারা খুবই গুরুত্বপূর্ণ। চোখের জন্য ন্যুড শেডের আইশ্যাডো প্যালেট বেছে নিন। সেটি দিয়ে মনে মত অ্যাইলুক তৈরি করুন। এরপর চোখের ওপরে আইলাইনার পরুন। এরপর চোখের পাতায় মাস্কারা লাগান। এতে আপনার লুক আরও সুন্দর হয়ে উঠবে।
7 / 8
এর পাশাপাশি আইব্রো বা ভুরু সেট করতে ভুলবেন না যেন। আইব্রো পেনসিল বা আইব্রো পাউডার ব্যবহার করে ভুরু সেট করে নিন।
8 / 8
শেষে ন্যুড শেডের লিপস্টিক পরে নিন। সব শেষ হয়ে গেলে, উজ্জ্বল লুক পাওয়ার জন্য হালকা করে হাইলাইটার ব্যবহার করুন। 'নো মেকআপ' লুকেও পার্টি নজর কাড়বেন আপনিই।