ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া এক্সআর২০। এখনও নোকিয়ার এই নতুন স্মার্টফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে দিওয়ালির আগে এই ফোন লঞ্চ হবে ভারতে।
নোকিয়া এক্সআর ২০ ফোনে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম।
নোকিয়ার এই নতুন স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরলা গ্লাস ভিকটাস প্রোটেকশন।
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া এক্সআর২০ ফোন।
গ্রানাইট এবং আলট্রা ব্লু শেডে লঞ্চ হতে চলেছে নোকিয়া এক্সআর২০ ফোন। এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।
ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।