Nora Fatehi: আসছে নোরার ‘মনিকে’, ‘থ্যাঙ্ক গড’ ছবির এই গানে রয়েছে মন্দাকিনী, জ়িনত, শ্রীদেবীদের ছোঁয়া…

Manike-Thank God: কীভাবে এই তিন কিংবদন্তি ফিরে এলেন নোরার সঙ্গে সেটাই চমক।

| Edited By: | Updated on: Sep 15, 2022 | 4:49 PM
অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্র অভিনীত নতুন ছবি 'থ্যাঙ্ক গড' মুক্তি পেতে চলেছে আসন্ন দীপাবলিতে। এক যুবকের (যে চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ) পথ দুর্ঘটনা ঘটে। সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। সেই পরিস্থিতিতে তাকে দেখা যায় যমালয়ে। বিচার সভা বসে তার। পাপপূণ্যের হিসেব করতে বসেন স্বয়ং যম (যে চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ)। যুবকের নানা দোষ নিয়ে কথা হয়। এবং সেই দোষের একটি নারী-দোষ। সুন্দরী নারী দেখলে দুর্বল হয়ে যায় সেই যুবক।

অজয় দেবগণ ও সিদ্ধার্থ মালহোত্র অভিনীত নতুন ছবি 'থ্যাঙ্ক গড' মুক্তি পেতে চলেছে আসন্ন দীপাবলিতে। এক যুবকের (যে চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ) পথ দুর্ঘটনা ঘটে। সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। সেই পরিস্থিতিতে তাকে দেখা যায় যমালয়ে। বিচার সভা বসে তার। পাপপূণ্যের হিসেব করতে বসেন স্বয়ং যম (যে চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ)। যুবকের নানা দোষ নিয়ে কথা হয়। এবং সেই দোষের একটি নারী-দোষ। সুন্দরী নারী দেখলে দুর্বল হয়ে যায় সেই যুবক।

1 / 7
এবং সুন্দরী নারীর বিষয়টি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দেখা যায় নোরা ফতেহিকে। নোরার সঙ্গে একটি রোম্যান্টিক ডান্স নম্বর রয়েছে সিদ্ধার্থের। সেই গানটির নাম 'মনিকে'।

এবং সুন্দরী নারীর বিষয়টি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে দেখা যায় নোরা ফতেহিকে। নোরার সঙ্গে একটি রোম্যান্টিক ডান্স নম্বর রয়েছে সিদ্ধার্থের। সেই গানটির নাম 'মনিকে'।

2 / 7
গানটি ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবারই মুক্তি পাবে। তার আগে আপনাদের একটা মজার খবর দিয়ে রাখা দরকার। এই গানে নোরার লুক তৈরি করা হয়েছে তিন কিংবদন্তি অভিনেত্রীর তিনটি আইকনিক লুকের উপর ভিত্তি করে। ৬০, ৭০ এবং ৮০-র দশকে এই তিন অভিনেত্রী দাপিয়ে অভিনয় করেছেন পর্দায়। তাঁরা যেমন সুন্দরী, তেমনই প্রতিভাময়ী।

গানটি ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবারই মুক্তি পাবে। তার আগে আপনাদের একটা মজার খবর দিয়ে রাখা দরকার। এই গানে নোরার লুক তৈরি করা হয়েছে তিন কিংবদন্তি অভিনেত্রীর তিনটি আইকনিক লুকের উপর ভিত্তি করে। ৬০, ৭০ এবং ৮০-র দশকে এই তিন অভিনেত্রী দাপিয়ে অভিনয় করেছেন পর্দায়। তাঁরা যেমন সুন্দরী, তেমনই প্রতিভাময়ী।

3 / 7
সেই তিন অভিনেত্রীর তালিকায় প্রথমেই চলে আসেন মন্দাকিনী। 'রাম তেরি গঙ্গা ম্যাইলি' ছবিতে সি থ্রু সাদা শাড়ি পড়েছিলেন মন্দাকিনী, সেই সময়। হিল্লোল উঠেছিল চতুর্দিকে। মন্দাকিনীকে নিয়ে তৈরি হয়েছিল শোরগোল। আজও পুরুষমন কিছুতেই ভুলতে পারে না সেই মন্দাকিনীকে।

সেই তিন অভিনেত্রীর তালিকায় প্রথমেই চলে আসেন মন্দাকিনী। 'রাম তেরি গঙ্গা ম্যাইলি' ছবিতে সি থ্রু সাদা শাড়ি পড়েছিলেন মন্দাকিনী, সেই সময়। হিল্লোল উঠেছিল চতুর্দিকে। মন্দাকিনীকে নিয়ে তৈরি হয়েছিল শোরগোল। আজও পুরুষমন কিছুতেই ভুলতে পারে না সেই মন্দাকিনীকে।

4 / 7
কেমন ছিল শ্রীদেবী ও বনি কাপুরের সম্পর্ক! শ্রীদেবীর মৃত্যুর পর পরই তা নিয়ে শুরু হয়ে যায় জল্পিনা। খোদ শ্রীদেবীর কাকাই জানিয়েছিলেন, শ্রীদেবী মোটেও সুখী ছিলেন না। কম বেশি সকলেই তা নিয়ে কথাও বলতেন।

কেমন ছিল শ্রীদেবী ও বনি কাপুরের সম্পর্ক! শ্রীদেবীর মৃত্যুর পর পরই তা নিয়ে শুরু হয়ে যায় জল্পিনা। খোদ শ্রীদেবীর কাকাই জানিয়েছিলেন, শ্রীদেবী মোটেও সুখী ছিলেন না। কম বেশি সকলেই তা নিয়ে কথাও বলতেন।

5 / 7
এরপর তৃতীয় নাম জ়িনত আমান। 'সত্যম শিবম সুন্দরম'-এর সেই জ়িনত। যাঁকে কেউ কোনওদিনও ভুলতেই পারবেন না। এমনই ছিল ছবিতে অভিনেত্রীর আবেদন।

এরপর তৃতীয় নাম জ়িনত আমান। 'সত্যম শিবম সুন্দরম'-এর সেই জ়িনত। যাঁকে কেউ কোনওদিনও ভুলতেই পারবেন না। এমনই ছিল ছবিতে অভিনেত্রীর আবেদন।

6 / 7
এই তিনটে আইকনিক লুককে মিলিয়ে নোরাকে সাজানো হয়েছে 'মনিকে' গানে। আর নোরার ডান্স নম্বর মানে, সেটা যে ১০০তে ২০০ নম্বর পাবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই তিনটে আইকনিক লুককে মিলিয়ে নোরাকে সাজানো হয়েছে 'মনিকে' গানে। আর নোরার ডান্স নম্বর মানে, সেটা যে ১০০তে ২০০ নম্বর পাবেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

7 / 7
Follow Us: