Sandeshkhali: বধ্যভূম সন্দেশখালি, ‘কেঁচো’ খুঁড়তে বেরচ্ছে…, দেখুন ছবি

Apr 26, 2024 | 6:04 PM

Sandeshkhali:শেষবেলায় ভোটের বাংলায় সব নজর ঘুরে গেল সন্দেশখালির দিকে। সকাল থেকেই এলাকায় চলছিল তল্লাশি। শোনা যাচ্ছিল অস্ত্রের সন্ধান পেয়েই সন্দেশখালি গিয়েছেন সিবিআই তল্লাশি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শেখ শাহজাহানের গ্রাম। বিকেলে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত হাফিজুল খাঁ-এর আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলল এনএসজি কমান্ডো।

1 / 9
আজ সকালে সিবিআই পৌঁছয় সন্দেশখালিতে। গত ৫ই জানুয়ারি ইডি-র উপর হামলার ঘটনার তদন্তে পৌঁছন গোয়েন্দারা। গোপন সূত্রে তাঁরা জানতে পারেন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খা-এর আত্মীয় আবুতালেব মোল্লার বাড়িতে রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র

আজ সকালে সিবিআই পৌঁছয় সন্দেশখালিতে। গত ৫ই জানুয়ারি ইডি-র উপর হামলার ঘটনার তদন্তে পৌঁছন গোয়েন্দারা। গোপন সূত্রে তাঁরা জানতে পারেন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খা-এর আত্মীয় আবুতালেব মোল্লার বাড়িতে রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র

2 / 9
ঘটনাস্থল থেকে মিলেছে তাজা বোমা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বিদেশি নাইন এমএম পিস্তল,  দেশি ৭ এম‌এম বোমা, কার্তুজ। দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫।

ঘটনাস্থল থেকে মিলেছে তাজা বোমা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বিদেশি নাইন এমএম পিস্তল, দেশি ৭ এম‌এম বোমা, কার্তুজ। দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫।

3 / 9
সিবিআই-এর পর এবার তাঁদের পর এলাকায় পৌঁছল NSG টিম। অস্ত্র উদ্ধারের পর সেখানে গিয়েছেন কমান্ডোরা।

সিবিআই-এর পর এবার তাঁদের পর এলাকায় পৌঁছল NSG টিম। অস্ত্র উদ্ধারের পর সেখানে গিয়েছেন কমান্ডোরা।

4 / 9
Sandeshkhali: বধ্যভূম সন্দেশখালি, ‘কেঁচো’ খুঁড়তে বেরচ্ছে…, দেখুন ছবি

5 / 9
এই যন্ত্র ব্যবহার করলে মানুষের প্রাণের ঝুঁকি কম থাকে। দূর থেকে রিমোটের সাহায্যেই এই যন্ত্র চালনা করা যায়। ব্রিটিশ আর্মি এই যন্ত্রকে ‘বম্ব ডক্টর’ বলেও ডাকে। চেহারায় একেবারে ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র।

এই যন্ত্র ব্যবহার করলে মানুষের প্রাণের ঝুঁকি কম থাকে। দূর থেকে রিমোটের সাহায্যেই এই যন্ত্র চালনা করা যায়। ব্রিটিশ আর্মি এই যন্ত্রকে ‘বম্ব ডক্টর’ বলেও ডাকে। চেহারায় একেবারে ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র।

6 / 9
২-৪ ঘণ্টার মধ্যেই এটি অপারেশন শেষ করতে পারে। এক্স রে করে দেখতে পারে ভিতরে কী আছে। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পারে। ৩৬ কেজি পর্যন্ত ওজন কাঁধে নিতে পারে। ৪৫ ডিগ্রি খাড়া সিড়িতেও উঠে যেতে পারে এই রোবট, ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি।

২-৪ ঘণ্টার মধ্যেই এটি অপারেশন শেষ করতে পারে। এক্স রে করে দেখতে পারে ভিতরে কী আছে। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পারে। ৩৬ কেজি পর্যন্ত ওজন কাঁধে নিতে পারে। ৪৫ ডিগ্রি খাড়া সিড়িতেও উঠে যেতে পারে এই রোবট, ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি।

7 / 9
অনুমান করা হচ্ছে, আবু তালেম মোল্লা নামে ওই ব্যক্তির একতলা বাড়ি ভর্তি রয়েছে বিস্ফোরক। সেগুলির সন্ধানেই এই রোবট নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। এমন ছবি বাংলায় কার্যত নজিরবিহীন।

অনুমান করা হচ্ছে, আবু তালেম মোল্লা নামে ওই ব্যক্তির একতলা বাড়ি ভর্তি রয়েছে বিস্ফোরক। সেগুলির সন্ধানেই এই রোবট নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। এমন ছবি বাংলায় কার্যত নজিরবিহীন।

8 / 9
রোবট ছাড়াও নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। চলছে তল্লাশি।

রোবট ছাড়াও নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। চলছে তল্লাশি।

9 / 9
Sandeshkhali: বধ্যভূম সন্দেশখালি, ‘কেঁচো’ খুঁড়তে বেরচ্ছে…, দেখুন ছবি

Next Photo Gallery