কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে 'থ্রি লায়ন্স'। রবিবার সেনেগালকে ৩-০ ব্যাবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গিয়েছেন হ্যারি কেনরা। ইংল্যান্ডের কিপার জর্ডন পিকফোর্ডের পারফরম্যান্সও প্রশংসনীয়। শেষ তিন ম্যাচে গোল খাননি তিনি। ছবি: টুইটার
ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক জো হার্টের নাম সবাই জানে। জাতীয় দলে ইংল্যান্ডের হয়ে খেলেছেন বহুদিন। ইংল্যান্ডকে এনে দিয়েছেন অনেক সাফল্য। ছবি: টুইটার
ক্লাব ফুটবলে খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে।বর্তমানে খেলেন সেল্টিকের হয়ে। সম্প্রতি তাঁর ক্লাবের সঙ্গে অস্ট্রেলিয়া ভ্রমণ করে ফিরলেন। ছবি: টুইটার
যখন তাঁর পুরনো সতীর্থরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জন্য তৈরি হচ্ছে তখন প্রাক্তন ইংল্যান্ড গোলরক্ষককে দেখা গেল পরিবারের সঙ্গে বার্বাডোজে সময় কাটাতে। ছবি: টুইটার
বার্বাডোজে সমুদ্রতীরে স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা গেল প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকাকে। তাঁর স্ত্রী কিমবার্লিকে দেখা গেল ধবধবে সাদা বিকিনিতে। ছবি: টুইটার