TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 10, 2022 | 10:00 AM
শুধু টেনিস কোর্ট নয়, ফ্যাশন কোর্টেও স্বচ্ছন্দে বিচরণ করেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। কোর্টের বাইরে ট্রু ফ্যাশনিস্তা তিনি।(ছবি: ইনস্টাগ্রাম)
সাজগোজ বরাবরই পছন্দ সেরেনার। কেরিয়ারে মধ্যগগনে থাকাকালীন জামাকাপড় নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন। (ছবি: ইনস্টাগ্রাম)
সেটাই ধীরে ধীরে পছন্দের হয়ে উঠল। রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার ফ্যাশন বরাবরই চর্চায় থাকত। সেরেনা ও মাশার মধ্যকার দ্বন্দ্বের কথা কারও অজানা নয়। সেরেনাও মডেলিং, ফ্যাশনের জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন।(ছবি: ইনস্টাগ্রাম)
মেট গালা, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো-তে এখন নিত্য ডাক পড়ে ফ্যাশনিস্তা সেরেনা। টেনিসের পাশাপাশি তাঁকে নিয়ে আলোচনার করার মতো আরও একটি দিক খুলে গিয়েছে অনুরাগীদের কাছে।(ছবি: ইনস্টাগ্রাম
নিজস্ব একটি ক্লোদিং লাইনও খুলে ফেলেন। চলতি বছরে প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাঁটতে দেখা গিয়েছে সেরেনাকে।(ছবি: ইনস্টাগ্রাম)
আগের থেকে ওজন অনেকটা কমিয়েছেন। টেনিস জগতের তারকা, এক সন্তানের মা সেরেনা অবসরের পর অন্যান্য শখগুলি পূরণ করার অনেক সময় পাবেন।(ছবি: ইনস্টাগ্রাম)