Dooars Region: ভুটানের কাছাকাছি ডুয়ার্সে‌র কিছু অফবিট; দেখুন ছবিতে!

পুজোয় মাত্র চারদিন ছুটি, তারই মধ্যে ঘুরে আসতে হবে কোনও নিরিবিল স্থানে, পাহাড়ের কাছাকাছি! উত্তরবঙ্গ যাবেন ভাবছেন? আপনার জন্য রইল ডুয়ার্সের কিছু অফবিটের খোঁজ, দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Sep 26, 2021 | 9:52 PM
পারেন: নদী আর সবুজে ঘেরা এই পারেন ডুয়ার্সে‌র পশ্চিম প্রান্তে অবস্থিত। এর কাছেই রয়েছে ভারত ভুটান বর্ডার।

পারেন: নদী আর সবুজে ঘেরা এই পারেন ডুয়ার্সে‌র পশ্চিম প্রান্তে অবস্থিত। এর কাছেই রয়েছে ভারত ভুটান বর্ডার।

1 / 6
রায়মাটাং: বক্সা টাইগার রিজার্ভের কাছেই অবস্থিত রায়মাটাং। সবুজে ঘেরা চা বাগান আর উত্তরবঙ্গের পাহাড় যেন এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে।

রায়মাটাং: বক্সা টাইগার রিজার্ভের কাছেই অবস্থিত রায়মাটাং। সবুজে ঘেরা চা বাগান আর উত্তরবঙ্গের পাহাড় যেন এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে।

2 / 6
ডালগাঁও: শিলিগুড়ি থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত ডুয়ার্সে‌র ডালগাঁও। যার প্রাকৃতিক সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন।

ডালগাঁও: শিলিগুড়ি থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত ডুয়ার্সে‌র ডালগাঁও। যার প্রাকৃতিক সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন।

3 / 6
লেপচাখা: বক্সা ফোর্ট‌ থেকে ঢিল মারা দূরত্বে অবস্থিত লেপচাখা। এই অঞ্চল থেকে আপনি ভুটানের পাহাড় আর ডুয়ার্সে‌র ১২টি নদীকে একসঙ্গে দেখতে পেতে পারেন।

লেপচাখা: বক্সা ফোর্ট‌ থেকে ঢিল মারা দূরত্বে অবস্থিত লেপচাখা। এই অঞ্চল থেকে আপনি ভুটানের পাহাড় আর ডুয়ার্সে‌র ১২টি নদীকে একসঙ্গে দেখতে পেতে পারেন।

4 / 6
রঙ্গ: নিউ মল জংশন থেকে রঙ্গ মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভুটানের সৌন্দর্যকে ভারত থেকে দেখার জন্য ঘুরে আসতে পারেন এখানে।

রঙ্গ: নিউ মল জংশন থেকে রঙ্গ মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভুটানের সৌন্দর্যকে ভারত থেকে দেখার জন্য ঘুরে আসতে পারেন এখানে।

5 / 6
চিলাপাটা: পূর্ব ডুয়ার্স‌ ও বক্সা টাইগার রিজার্ভের মাঝখানে চিলাপাটা অবস্থিত। জাতীয় উদ্যান না হলেও এখানে দেখতে পেয়ে যেতে পারেন হাতি।

চিলাপাটা: পূর্ব ডুয়ার্স‌ ও বক্সা টাইগার রিজার্ভের মাঝখানে চিলাপাটা অবস্থিত। জাতীয় উদ্যান না হলেও এখানে দেখতে পেয়ে যেতে পারেন হাতি।

6 / 6
Follow Us: