Travel: পুজোয় ঘুরতে যাবেন ভাবছেন? আপনার জন্য রইল কালিম্পংয়ের অফবিটের খোঁজ…
উত্তরবঙ্গে এমন অনেক ছোট ছোট গ্রাম রয়েছে যার প্রাকৃতিক সৌন্দর্য্য শব্দে বর্ণনা করা কঠিন। এই সব অঞ্চলগুলি থেকে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘার এক অন্যরূপ, শোনা যায় পাখিদের কলরব আর অবিরাম বয়ে চলা নদীর জলস্রোত। এখানে বর্তমানে গড়ে উঠেছে দু-একটা হোমস্টে; সুতরাং ছুটি কাটাতে অনাহাসে ঘুরে আসা যায় কালিম্পংয়ের কাছা পিঠে লুকিয়ে থাকা এই অফবিট গুলিতে!
Most Read Stories