Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mary Kom in Kolkata: শীতের সকালে ম্যারাথনে উত্তাপ বাড়ালেন মেরি কম

একে আলস্যের রবিবার, তার উপর কনকনে শীতের সকাল। লেপের ওম ছেড়ে সাত সকালে বাড়ির বাইরে পা দেওয়াই দুঃসাধ্য। কিন্তু শহরে যদি উপস্থিত থাকেন ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম, তখন কি আর বাড়িতে বসে থাকা যায়? শীতের তিলোত্তমায় কেন আগমন মেরির? জেনে নিন।

| Edited By: | Updated on: Jan 08, 2023 | 4:41 PM
শহরে অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম। (নিজস্ব ছবি)

শহরে অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম। (নিজস্ব ছবি)

1 / 6
ইকল রানের চতুর্থ সংস্করণের সূচনা করলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। (নিজস্ব ছবি)

ইকল রানের চতুর্থ সংস্করণের সূচনা করলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। (নিজস্ব ছবি)

2 / 6
মেরি কম ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন ব্রিজেশ দামানি, অভিনেতা রাহুল দেব বোস, পরিচালক অনুরাধা কাপুর এবং আরও অনেকে। (নিজস্ব ছবি)

মেরি কম ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন ব্রিজেশ দামানি, অভিনেতা রাহুল দেব বোস, পরিচালক অনুরাধা কাপুর এবং আরও অনেকে। (নিজস্ব ছবি)

3 / 6
ফ্রেন্ডস অব ট্রাইবালস সোসাইটির যুব শাখার উদ্যোগে বার্ষিক ইভেন্ট ইকল রানের আয়োজন করা হয়। (নিজস্ব ছবি)

ফ্রেন্ডস অব ট্রাইবালস সোসাইটির যুব শাখার উদ্যোগে বার্ষিক ইভেন্ট ইকল রানের আয়োজন করা হয়। (নিজস্ব ছবি)

4 / 6
সল্টলেকের গোদরেজ ওয়াটারসাইডে ৩৫ হাজারের বেশি ক্রীড়াপ্রেমী দৌড়ে অংশ নেয়। (নিজস্ব ছবি)

সল্টলেকের গোদরেজ ওয়াটারসাইডে ৩৫ হাজারের বেশি ক্রীড়াপ্রেমী দৌড়ে অংশ নেয়। (নিজস্ব ছবি)

5 / 6
২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ৩.৫ কিমি দৌড়ের আয়োজন করা হয়। সমস্ত বয়সের মানুষরাই এতে অংশ নেন। তবে ইভেন্টের প্রধান আকর্ষণ ছিলেন মেরি কম। (নিজস্ব ছবি)

২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ৩.৫ কিমি দৌড়ের আয়োজন করা হয়। সমস্ত বয়সের মানুষরাই এতে অংশ নেন। তবে ইভেন্টের প্রধান আকর্ষণ ছিলেন মেরি কম। (নিজস্ব ছবি)

6 / 6
Follow Us: