On This Day in 2007: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে প্রথম হারায় ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) প্রথম বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান (India vs Pakistan)। প্রথম সাক্ষাতেই পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত (India)। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার কোনও ম্যাচের স্কোর টাই হয়। তখনও সুপার ওভার (Super Over) চালু হয়নি। বোল আউটের (Bowl Out) মাধ্যমে ম্যাচের নিষ্ফলা হয়েছিল।

| Edited By: | Updated on: Sep 14, 2021 | 12:58 PM
টি-২০ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানকে হারায় ভারত।
সৌ: টুইটার

টি-২০ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানকে হারায় ভারত। সৌ: টুইটার

1 / 4
গ্রুপের ম্যাচে দুই দলের স্কোর এক হওয়ায়, বোল আউটে ম্যাচের নিষ্ফলা হয়। 
ছবি: টুইটার

গ্রুপের ম্যাচে দুই দলের স্কোর এক হওয়ায়, বোল আউটে ম্যাচের নিষ্ফলা হয়। ছবি: টুইটার

2 / 4
ধোনির নেতৃত্বে ভারতের জয়যাত্রা শুরু।
সৌ: টুইটার

ধোনির নেতৃত্বে ভারতের জয়যাত্রা শুরু। সৌ: টুইটার

3 / 4
২০০৭ টি-২০ বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে কাপ জেতেন ধোনিরা। 
সৌ: টুইটার

২০০৭ টি-২০ বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে কাপ জেতেন ধোনিরা। সৌ: টুইটার

4 / 4
Follow Us: