Bangla News » Photo gallery » Once aishwarya rai bachchan faced wardrobe malfunction picture goes viral
Oops Moment: গাড়ি থেকে ঐশ্বর্য নামার আগেই ক্যামেরা সজাগ, তারপর প্রকাশ্যে যা ঘটল…
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Dec 04, 2022 | 2:21 PM
Viral Image: সেলিব্রিটিদের ক্ষেত্রে ওয়ার্ডরোব ম্যালফাংশন বিষয়টা খুব কমন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়...।
Dec 04, 2022 | 2:21 PM
সেলিব্রিটি মানেই ফ্যাশন দুনিয়ায় নয়া স্টেটমেন্ট। আর সেই বোল্ড উপস্থাপনার জেরেই বেশ কয়েকবার বিপাকে পড়তে হয় সেলেবদের। স্টার মানেই সর্বদাই তাঁদের দিকে পাপারাৎজি-দের ফোকাস। ফলে কখনও বেসামাল হওয়ার অর্থাৎ ভাইরাল হয়ে ওঠা।
1 / 5
সেলিব্রিটিদের ক্ষেত্রে ওয়ার্ডরোব ম্যালফাংশন বিষয়টা খুব কমন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়, যা ভুল অ্যাঙ্গেলে তোলা বা সেলেবের কোনও অস্বস্তি মুহূর্তকে ফ্রেমবন্দি করে ফেলা।
2 / 5
কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে।
3 / 5
নেটের শাড়ির ওপর থেকেই স্পষ্ট ব্লাউজের উন্মুক্ত অংশ, যার ফলে স্তনের একাংশ ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু করে। তবে সব ক্ষেত্রে যে এই ধরনের ছবি সত্যি, এমনটাও নয়।
4 / 5
অনেক ক্ষেত্রে মর্ফ করেও ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে থাকেন ট্রোলার বা হেটাররা। যা ভাইরাল হলেও তা নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায় না সেলেবদের। তবে ঐশ্বর্যের ক্ষেত্রে বিষয় খুবই কম ঘটে।