Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tik Tok Star: বক্সিংয়ে অভিষেকের অপেক্ষায় টিক টক স্টার এলি ব্রুক

Elle Brooke: টিক টকের দৌলতে জনপ্রিয়তা পাওয়া ইংল্যান্ডের সারের ২৪ বছরের এলি ব্রুক এ বার বক্সিংয়ে অভিষেকের প্রহর গুনছেন। টিক টক (Tik Tok) ও ওনলিফ্যান্সের (OnlyFans) স্টার এলি ব্রুক এ বার বক্সিং (Boxing) রিং কাঁপানোর অপেক্ষায় রয়েছেন।

| Edited By: | Updated on: Jun 21, 2022 | 9:30 AM
ইংল্যান্ডের সারের ২৪ বছরের টিক টক ও ওনলিফ্যান্সের তারকা এলি ব্রুক বক্সিং দুনিয়ায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ১৬ জুলাই অ্যাস্ট্রিড ওয়েটের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলবেন এলি।

ইংল্যান্ডের সারের ২৪ বছরের টিক টক ও ওনলিফ্যান্সের তারকা এলি ব্রুক বক্সিং দুনিয়ায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ১৬ জুলাই অ্যাস্ট্রিড ওয়েটের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলবেন এলি।

1 / 5
এলি ব্রুক মনে করেন তিনি বক্সিং রিংয়ে নেমে অনেক মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন।

এলি ব্রুক মনে করেন তিনি বক্সিং রিংয়ে নেমে অনেক মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠতে পারবেন।

2 / 5
সম্প্রতি এক সাক্ষাৎকারে এলি জানান, তিনি মার্ক টিবসের কাছে বক্সিংয়ের ট্রেনিং নিচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এলি জানান, তিনি মার্ক টিবসের কাছে বক্সিংয়ের ট্রেনিং নিচ্ছেন।

3 / 5
এলি ব্রুক ম্যাঞ্চেস্টার সিটির ভক্ত। এলির ইন্সটাগ্রাম জুড়ে রয়েছে ম্যান ইউকে সমর্থন করার একাধিক ভিডিও এবং ছবি।

এলি ব্রুক ম্যাঞ্চেস্টার সিটির ভক্ত। এলির ইন্সটাগ্রাম জুড়ে রয়েছে ম্যান ইউকে সমর্থন করার একাধিক ভিডিও এবং ছবি।

4 / 5
এলি ব্রুকের মতো অ্যাস্ট্রিড ওয়েটও ওনলিফ্যান্সের জনপ্রিয় তারকা। ১৬ জুলাই এলি ও অ্যাস্ট্রিডের বাউট দেখার জন্য বক্সিংপ্রেমীদের পাশাপাশি চোখ রাখবেন টিক টক ও ওনলিফ্যান্সে থাকা তাঁদের ফলোয়াররাও।

এলি ব্রুকের মতো অ্যাস্ট্রিড ওয়েটও ওনলিফ্যান্সের জনপ্রিয় তারকা। ১৬ জুলাই এলি ও অ্যাস্ট্রিডের বাউট দেখার জন্য বক্সিংপ্রেমীদের পাশাপাশি চোখ রাখবেন টিক টক ও ওনলিফ্যান্সে থাকা তাঁদের ফলোয়াররাও।

5 / 5
Follow Us: