বিয়ে নিয়ে সব মেয়ের মধ্যেই অনেকদিন ধরে চলতে থাকে কল্পনা। স্বপ্নের এই দিনের সাজ কেমন হবে, মেকআপ কেমন হবে, কী রঙের শাড়ি বা লেহঙ্গা পরবেন- এরপর খোঁজ চলে শহরের সেরা মেকআপ আর্টিস্টের।
তবে ইন্টারনেটে বেশ কিছুদিন ধরেই হিট পাকিস্থানের ব্রাইডাল মেকআপ হয়েছে তাঁদের এই ট্রেন্ড। শুধু সেই দেশেই নয়, বাইরের দেশেও জনপ্রিয় এই ব্রাইডাল মেক। কী আছে এমন এই মেকআপে?
পাকিস্থানেও মেয়েরা বিয়েতে লাল রঙের লেহঙ্গা বেছে নেন। তবে সেই লাল রঙের মধ্যে থাকেও উজ্জ্বলতা। লাল-সোনালি কম্বিনেশনে তৈরি শাড়িই তাদের প্রথম পছন্দ। আবার অনেকে সোনালি রঙের লেহঙ্গাও পরেন।
এমন লেহঙ্গার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে তাঁরা স্মোকি আইজ করেন। যে কোনও মেকআপের মুখ্য হল এই চোখ আঁকা। স্মোকি আইজ আর কালো আইলাইনারের জাদুতেই লাগে সবচেয়ে বেশি সুন্দর।
ভারতীয় মেয়েরা বিয়েতে কালো কিংবা ব্রাউন ছাড়া অন্য কোনও কাজল পরেন না। কিন্তু পাকিস্থানে বিয়ের কনেরা লাল, সবুজ, হলুদ, নীল নানা রঙের কাজল ব্যবহার করে থাকেন।
প্যাস্টেল শেডের লেহঙ্গা পরলেও তার মধ্যে একটা ঝকঝকে ব্যাপার থাকে। এছাড়াও তার সঙ্গে তাদের স্টোন সেটিং ভারী কাজের গয়নাও থাকে। যে কারণে পুরো লাগে ভীষণ রিফ্রেশিং।
ন্যুড শেডের লিপস্টিক আর স্মোকি আইজ হলে অন্য কোনও কিছুর প্রয়োজন পড়ে না। পাকিস্থানের কনেরা ঠিক এই নিয়মটিই মেনে চলেন। এতে একটা ড্রামাটিক টাচও থাকে।
মিনিমালিস্ট ব্রাইডাল মেকআপ এখন ট্রেন্ডিং। পাকিস্থানেও চলছে এই ট্রেন্ড। হালকা মেকআপের পর গয়না আর পোশাকের সঙ্গে সাযুজ্য আনতে তাঁরা গ্লিটার ব্যবহার করেন। আর এই সব কিছুর মেলবন্ধনেই চোখ ফেরানো যায় না ব্রাইডদের থেকে।