Paul Pogba: ম্যান ইউ ছেড়ে জুভেন্তাসে কামব্যাক পল পোগবার

ছয় বছর পর ফের পুরনো দল জুভেন্তাসে কামব্যাক হতে চলেছে পল পোগবার (Paul Pogba)। ফ্রি এজেন্ট হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে, সিরি আ ক্লাব জুভেন্তাসে ৪ বছরের নতুন চুক্তিতে আজ, শনিবার সই করার কথা পোগবার। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য তুরিনে পৌঁছে গিয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Jul 09, 2022 | 4:52 PM
ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তির সামনে দাঁড়িয়ে পল পোগবা (Paul Pogba)। বর্তমানে তিনি তুরিনে আছেন। আজই সেখানে হবে তাঁর শারীরিক পরীক্ষা। তুরিনে পৌঁছতেই জুভেন্তাসের সমর্থকরা পোগবাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে।

ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তির সামনে দাঁড়িয়ে পল পোগবা (Paul Pogba)। বর্তমানে তিনি তুরিনে আছেন। আজই সেখানে হবে তাঁর শারীরিক পরীক্ষা। তুরিনে পৌঁছতেই জুভেন্তাসের সমর্থকরা পোগবাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে।

1 / 5
এর আগে ২০১৬ সালে জুভেন্তাস থেকেই রেকর্ড পরিমাণ অর্থের (৮৯ মিলিয়ন ইউরো) বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পোগবা।

এর আগে ২০১৬ সালে জুভেন্তাস থেকেই রেকর্ড পরিমাণ অর্থের (৮৯ মিলিয়ন ইউরো) বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পোগবা।

2 / 5
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী পোগবার আজ, শনিবার জুভেন্তাসের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করার কথা রয়েছে। তার আগেই ডাক্তারি পরীক্ষা করা হবে তাঁর।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী পোগবার আজ, শনিবার জুভেন্তাসের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করার কথা রয়েছে। তার আগেই ডাক্তারি পরীক্ষা করা হবে তাঁর।

3 / 5
জানা গিয়েছে জুভেন্তাসে আট মিলিয়ন ইউরো এবং বোনাসসহ সম্ভাব্য আরও দুই মিলিয়ন ইউরো পাবেন পোগবা।

জানা গিয়েছে জুভেন্তাসে আট মিলিয়ন ইউরো এবং বোনাসসহ সম্ভাব্য আরও দুই মিলিয়ন ইউরো পাবেন পোগবা।

4 / 5
আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ছেড়ে দিয়েছে জুভেন্তাস। তাই ১০ নম্বর জার্সি পরে পল পোগবার নিজের পুরনো ক্লাবে খেলার কথা রয়েছে।

আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ছেড়ে দিয়েছে জুভেন্তাস। তাই ১০ নম্বর জার্সি পরে পল পোগবার নিজের পুরনো ক্লাবে খেলার কথা রয়েছে।

5 / 5
Follow Us: