Paul Pogba: ম্যান ইউ ছেড়ে জুভেন্তাসে কামব্যাক পল পোগবার
ছয় বছর পর ফের পুরনো দল জুভেন্তাসে কামব্যাক হতে চলেছে পল পোগবার (Paul Pogba)। ফ্রি এজেন্ট হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে, সিরি আ ক্লাব জুভেন্তাসে ৪ বছরের নতুন চুক্তিতে আজ, শনিবার সই করার কথা পোগবার। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য তুরিনে পৌঁছে গিয়েছেন তিনি।
Most Read Stories