T20 World Cup 2022: পারথে দর্শকদের জন্য ‘অপেক্ষা’য় সিঙাড়া, আলু কাবলি

টি-২০ বিশ্বকাপের আগে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবেন রোহিত-বিরাটরা। টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে আসবেন যে সমর্থকরা, তারা ভারতীয় পদ চেখে দেখার সুযোগ পাবেন। সিঙাড়া, আলু কাবলির মতো একাধিক লোভনীয় খাবার খাওয়ার সুযোগ পাবেন প্রস্তুতি ম্যাচ দেখতে আসা সমর্থকরা।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 8:30 AM
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবেন রোহিত-বিরাটরা। টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে আসবেন যে সমর্থকরা, তারা ভারতীয় পদ চেখে দেখার সুযোগ পাবেন।(Pic Courtesy-WACA Twitter)

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে পারথে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবেন রোহিত-বিরাটরা। টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে আসবেন যে সমর্থকরা, তারা ভারতীয় পদ চেখে দেখার সুযোগ পাবেন।(Pic Courtesy-WACA Twitter)

1 / 6
সিঙাড়া, আলু কাবলির মতো একাধিক লোভনীয় খাবার খাওয়ার সুযোগ পাবেন প্রস্তুতি ম্যাচ দেখতে আসা সমর্থকরা। (Pic Courtesy-WACA Twitter)

সিঙাড়া, আলু কাবলির মতো একাধিক লোভনীয় খাবার খাওয়ার সুযোগ পাবেন প্রস্তুতি ম্যাচ দেখতে আসা সমর্থকরা। (Pic Courtesy-WACA Twitter)

2 / 6
পারথে সমর্থকদের জন্য বিশেষ মেনুতে প্রচুর ভারতীয় পদ রাখা হয়েছে। মুম্বইয়ের বিভিন্ন স্ট্রিট ফুডও চেখে দেখার সুযোগ পাবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। (Pic Courtesy-WACA Twitter)

পারথে সমর্থকদের জন্য বিশেষ মেনুতে প্রচুর ভারতীয় পদ রাখা হয়েছে। মুম্বইয়ের বিভিন্ন স্ট্রিট ফুডও চেখে দেখার সুযোগ পাবেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। (Pic Courtesy-WACA Twitter)

3 / 6
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট শেফ অ্যাডাম ওয়ালকার জানান, বিভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন খাবার তুলে ধরা তাদের কাছে বড় চ্যালেঞ্জের। এ বার তাঁরা সেই চ্যালেঞ্জটা নিয়েছে ভারতীয় খাবার বানিয়ে। (Pic Courtesy-WACA Twitter)

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট শেফ অ্যাডাম ওয়ালকার জানান, বিভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন খাবার তুলে ধরা তাদের কাছে বড় চ্যালেঞ্জের। এ বার তাঁরা সেই চ্যালেঞ্জটা নিয়েছে ভারতীয় খাবার বানিয়ে। (Pic Courtesy-WACA Twitter)

4 / 6
শেফ পারুল পাটেল জানান, ভারতীয় তারকা ক্রিকেটাররা তাঁদের বানানো ভারতীয় পদ চেখে দেখবেন এটা ভেবেই তিনি খুশি হচ্ছেন। (Pic Courtesy-WACA Twitter)

শেফ পারুল পাটেল জানান, ভারতীয় তারকা ক্রিকেটাররা তাঁদের বানানো ভারতীয় পদ চেখে দেখবেন এটা ভেবেই তিনি খুশি হচ্ছেন। (Pic Courtesy-WACA Twitter)

5 / 6
সেখানকার শেফ পারুল বিশেষ ভাবে যে ভারতীয় পদটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, সেটির নাম তাঁরা রেখেছেন, 'দ্য নানউইচ'। নাম থেকেই আন্দাজ করা যায়, স্যান্ডউইচ ও নানের মেলবন্ধন ঘটিয়ে এই পদটি তৈরি করা হয়েছে। (Pic Courtesy-WACA Twitter)

সেখানকার শেফ পারুল বিশেষ ভাবে যে ভারতীয় পদটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, সেটির নাম তাঁরা রেখেছেন, 'দ্য নানউইচ'। নাম থেকেই আন্দাজ করা যায়, স্যান্ডউইচ ও নানের মেলবন্ধন ঘটিয়ে এই পদটি তৈরি করা হয়েছে। (Pic Courtesy-WACA Twitter)

6 / 6
Follow Us: